Uttarakhand Forest Fire

ভোটের কাজে বনকর্মীদের নিয়োগ করা নিয়ে উত্তরাখণ্ডকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

জাতীয়

উত্তরাখণ্ডে দাবানল নিয়ে উত্তরাখণ্ড সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। ‘‘আগুনের মাঝে বন দমকল কর্মীদের নির্বাচনী দায়েত্বে নিয়োজিত করেছেন কেন?’’ আদালতকে বিষয়টি জানানোর পরে শীর্ষ আদালত উত্তরাখণ্ড সরকারের আইনজীবীকে জিজ্ঞাসা করে।
বেঞ্চের প্রশ্নের জবাবে রাজ্যের এক আধিকারিক জানান, নির্বাচনী ডিউটি শেষ হয়ে গিয়েছে এবং মুখ্যসচিব তাঁদের নির্দেশ দিয়েছেন, কোনও আধিকারিককে যেন ভোটের কাজে না দেওয়া হয়।
উত্তরাখণ্ডে দাবানল নিয়ে আদালতে আবেদনের শুনানি চলাকালীন আইনজীবী পরমেশ্বর আজ বলেন, ‘‘এখানে ভয়াবহ আগুন লেগেছে এবং ৪০ শতাংশ বন আগুনের কবলে রয়েছে।’’ আইনজীবীর জবাবে উত্তরাখণ্ডের আইনজীবী জানান, নতুন করে আগুন লাগেনি।
আইনজীবী আরও যুক্তি দিয়েছিলেন যে রাজ্য সরকার জঙ্গলের আগুন মোকাবিলায় কেন্দ্রের কাছ থেকে অর্থ পায়নি।
বেঞ্চ আইনজীবীকে জিজ্ঞাসা করে যে তারা ‘‘সরঞ্জাম সংগ্রহের জন্য’’ কিছু করেছে কিনা কারণ ‘‘একা উত্তরাখণ্ডেই ২৮০ টি আগুন লেগেছে’’, আইনজীবী বলেন, ‘‘আমরা গত বছর ১,২০৫ টি পদ পূরণ করেছি এবং বাকিগুলি প্রক্রিয়াধীন রয়েছে।’’
কেন শূন্যপদ পূরণ করা হয়নি জানতে চাইলে আইনজীবী বলেন, ‘আমরা নিয়োগের প্রক্রিয়ায় আছি।’ বন দপ্তরের বুলেটিনে বলা হয়েছে, নভেম্বর থেকে উত্তরাখণ্ডের বনাঞ্চলে দাবানলের কারণে ১,৪৩৭ হেক্টরেরও বেশি সবুজ আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments :0

Login to leave a comment