Balurghat

বাস ধর্মঘটের ডাক বালুরঘাটে

জেলা

মঙ্গলবার থেকে বাস মালিকদের স্বল্প পাল্লার বাস ধর্মঘটের ডাক দেওয়া হলো দক্ষিণ দিনাজপুর জুড়ে। এদিকে বাস মালিকদের ধর্মঘটের  হুঁশিয়ারিতে পুলিশ ও পরিবহণ দপ্তর টোটো নিয়ন্ত্রণে  অতিদ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিল। বালুরঘাট সদর ট্রাফিক ডিএসপি এবং জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক একযোগে পথে নামবে বলেও জানা গেছে। সোমবার বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে জানায়, মঙ্গলবার থেকে স্বল্প পাল্লার বাস ধর্মঘট ডাক দেওয়া হলো। বাস মালিক সংগঠনের পক্ষ থেকে  অভিযোগ জানানো হয় রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচলে কোন নিয়ন্ত্রণ নেই প্রশাসনের। জাতীয় সড়কে টোটো চলাচলের কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। এভাবে চললে আগামীতে সমস্ত বাস বন্ধ হয়ে যাবে। বাস মালিক পক্ষ জানায় রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধের দাবিতেই  মঙ্গলবার থেকে জেলার মধ্যস্থ ছোট রুট গুলিতে বাস চলাচল বন্ধ  থাকবে। বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাযায় বালুরঘাট-হিলি, বালুরঘাট-কুমারগঞ্জ, বালুরঘাট-তপন সহ আরো কয়েকটি রুটে মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ থাকবে। তারা জানান অবৈধ ভাবে রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচল করলেও প্রশাসন কোন ব্যাবস্থা নেয়নি। দীর্ঘদিন ধরে প্রশাসনকে অভিযোগ করলেও গুরুত্ব দিচ্ছে না বলেই আমরা বাধ্য হয়েই ধর্মঘটের ডাক দিয়েছি। নেতৃবৃন্দ জানান রাস্তায় টোটো নিয়ন্ত্রণের ব্যাপারটা সঠিক হলেই পুনরায় বাস চলাচল করবে। তবে দূরপাল্লার বাস চলাচল আপাতত স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment