Cyclone Dana

দানা'র প্রভাব দার্জিলিঙেও

জেলা

ঘূর্ণিঝড় ‘দানা’র পরোক্ষ প্রভাব পড়েছে উত্তরবঙ্গের দার্জিলিঙ জেলাতে। দার্জিলিঙ জেলার পাহাড় লাগোয়া সমতলের শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকায় শুক্রবার খুব সকাল থেকেই আকাশ ছিলো মেঘলা। ঠান্ডার অনূভূতি শহরে। শিলিগুড়ি শহরাঞ্চলের পাশাপাশি মহকুমার গ্রামাঞ্চলেও বৃষ্টি হয়েছে। মাঝে মধ্যেই দুই এক পসলা হালকা বৃষ্টি পড়েছে। সিকিম আবহাওয়া দপ্তরের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা জানান, বৃহস্পতিবার বিকেল থেকেই ‘দানা’র প্রভাবে উত্তরের আকাশে মেঘের ছিলো। শুক্রবার মেঘের আনাগোনা বেড়েছে। শনিবার বিকেল পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকলেও পরবর্তী সময়ে আস্তে আস্তে অবস্থার উন্নতি হবে। শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

Comments :0

Login to leave a comment