GAZA JABALIA ATTACK

জাবালিয়ায় মৃত্যু বেড়ে ৪২, নিহত ১৫ শিশুও

আন্তর্জাতিক

জাবালিয়া ত্রাণ শিবিরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২। নিহতদের মধ্যে রয়েছে প্যালেস্তাইনের ১৫ শিশু। 
রবিবার সকাল থেকেই প্যালেস্তাইনের গাজা এবং লেবাননে হামলা চালায় ইজরায়েলের সেনা। 
শনিবারই লেবাননের দক্ষিণে তিয়েরে ইজরায়েলের হামলায় নিহত ৭। তার মধ্যে ৫জনই শিশু। গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাস এবং লেবাননে আরেক গোষ্ঠী হেজবোল্লাকে ধ্বংস করার লক্ষ্য জানিয়ে আগ্রাসন চালাচ্ছে ইজরায়েল। বাস্তবে বারবার হামলা হচ্ছে বসত এলাকায়। লেবাননে শনিবার ইজরায়েলের হানায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়।
পর্যবেক্ষকদের বড় অংশই বলছেন যে ইজরায়েলের আসল লক্ষ্য দখলদারির আওতা আরও বাড়ানো। যে কোনও প্রতিরোধের সম্ভাবনাকে নিশ্চিহ্ন করা। 
প্যালেস্তাইনের উত্তরে এদিন কোনও সতর্কতা জারি না করেই হামলা চালায় ইজরায়েল। জাবালিয়া উত্তর গাজার সবচেয়ে বড় উদ্বাস্তু শিবির। গাজার প্রায় পুরোটাই সব বসত এলাকা ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। আবার এক বিপন্ন মানুষকে ফের সরে যাওয়ার হুমকি দিচ্ছে। কিন্তু এদিন হামলার আগে সেই সতর্কতাও জারি করেনি সেনা। 
জাবালিয়া শিবিরে এদিনের হামলায় আহতের তালিকাও দীর্ঘ বলে জানিয়েছে প্যালেস্তাইনের স্বাস্থ্য দপ্তর। 
স্থানীয়রা জানিয়েছেন, জাবালিয়ায় একটি বহুতলে কয়েকজন স্থায়ী বাসিন্দার পাশাপাশি ছিল ঘরহারা বহু পরিবার। সেই বাড়িটিই ধসে গিয়েছে ইজরায়েলের বিমানহানায়। 
গাজা সিটির সবরা এলাকায় ইজরায়েলের আরেকটি হামলায় ৫ প্যলেস্তিনীয় নিহত হয়েছেন।
রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ বিষবক বিভাগ উইএনআরডব্লিউএ ফের রবিবার বলেছে যে উত্তর গাজা দুর্ভিক্ষের কবলে। খাদ্য, পানীয়, ওষুধ কিছু প্রায় নেই। রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্টে বলা হয়েছে যে গাজায় নিহতদের ৭০ শতাংশই নারী এবং শিশুরা। প্যালেস্তাইনে ৪৩ হাজারের বেশি মৃত্যু একন পর্যন্ত নথিভুক্ত। 
সিরিয়ার দামাস্কাসে ইজরায়েলের বোমায় তিনজন নিহত বলে ব্রিটেন ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।   

Comments :0

Login to leave a comment