প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি। অসুস্থতার জন্য গত দুই সপ্তাহ আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রবিবার এসএসকেএম হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। সোমবার এসএসকেএম হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৪।
১৯৯৬ সালে ভোটে জিতে রাজ্যের বামফ্রন্ট সরকারের মন্ত্রী হন। ২০০৬ সাল পর্যন্ত ছিলেন বামফ্রন্ট সরকারের ত্রাণ এবং সমবায় দপ্তরের মন্ত্রী। হাফিজ আলম সৈরানির প্রয়াণে গভীর শোক জানিয়েছেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। শোক জানিয়েছে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটি।
প্রসঙ্গত, ২০২২ সালে হাফিজ আলম সৈরানি ফরওয়ার্ড ব্লক ছেড়ে কংগ্রেসে যোগ দেন। ২০২৩ সালে প্রদেশ কংগ্রেস তাঁকে রাজ্যের সহ-সভাপতি পদে দায়িত্ব দিয়েছিল। তাঁর প্রয়াণে শোকবার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেছেন,"পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী, কংগ্রেস নেতা হাফিজ আলি সৈরানির প্রয়াণে আমরা গভীর শোকাহত। আমরা প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবারবর্গ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। সংসদীয় রাজনীতির আঙিনায় এবং প্রগতিশীল কর্মধারার ক্ষেত্রে প্রয়াত হাফিজ আলি সৈরানির ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।’’
হাফিজ আলম সৈরানি চাকুলিয়া হাই স্কুলে শিক্ষকতা ছেড়ে ফরোয়ার্ড ব্লকের রাজ্য স্তরের নেতা এবং একই সঙ্গে বামফ্রন্ট মন্ত্রী সভায় ত্রাণ ও পূর্নবাসন মন্ত্রী হয়েছিলেন। তিনি এলাকায় জনপ্রিয় নেতা ছিলেন। ২০০৬ সালে বিধানসভা ভোটে দীপা দাসমুন্সির কাছে পরাজিত হয়েছিলেন। তাঁর জীবনাবসানে গোটা চাকুলিয়াতে শোকের ছায়া নেমে এসেছে।
হাফিজ আলম সৈরানির জীবনাবসানে উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের আহ্বায়ক আনোয়ারুল হক শোকবার্তায় লিখেছেন, ‘‘ছাত্র থাকাকালীন আমার পরিচয় ছিল। একই হস্টেলে থাকতাম, একসাথে ছাত্র আন্দোলন করতাম। পরবর্তীকালে রাজনৈতিক স্তরে তাঁর সঙ্গে আমার পরিচয় হয়। ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন, একসঙ্গে বামফ্রন্টের অনেক কর্মসূচি পালন করেছি। জেলার বহু আন্দোলন একসাথেই করেছি। আজ তাঁর মৃত্যুর খবর পেয়ে খুবই খারাপ লাগছে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’’
বুধবার হাফিজ আলম সৈরানির মরদেহ আসবে চাকুলিয়াতে। মরদেহ রাখা হবে ফরওয়ার্ড ব্লক জেলা দপ্তরে। সেখানেই মানুষ শ্রদ্ধা জানানোর পরেই শেষকৃত্য সম্পন্ন হবে চাকুলিয়ায় নিজস্ব বাসভবনের পাশের মাঠে।
HAFIZ ALAM SAIRANI
রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি প্রয়াত, শেষকৃত্য বুধবার
×
Comments :0