Assembly by-election

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন ১০ জুলাই

জাতীয় রাজ্য

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দিন জানিয়ে দিল নির্বাচন কমিশন। সোমবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন হবে ১০ জুলাই। ১৩ জুলাই হবে ভোট গণনা।

বাগদার বিশ্বজিৎ দাস, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারি গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়। তারপর তারা দল বদল করে তৃণমূলে চলে আসেন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই তিনজনকেই টিকিট দিয়েছিল তৃণমূল। তিনজনই পরাজিত হয়েছেন। তবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার কারণে বিধায়ক পদ থেকে তারা ইস্তফা দিয়েছিলেন। অন্যদিকে মানিকতলা আসনটি মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুর পর থেকে খালি পড়েছিল। 

এরাজ্যের পাশাপাশি বিহার, তালিমনাড়ু, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডের কয়েকটি আসনেও হবে উপ-নির্বাচন।

কমিশনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে যে ২১ জুন মনোনয়ন জমা করার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ জুন।

Comments :0

Login to leave a comment