দিল্লির মুঙ্গেশপুরে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেল। বুধবার উত্তর পশ্চিম দিল্লির মুঙ্গেশপুরে স্বয়ংক্রিয় তাপমান কেন্দ্রে ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরা পড়েছে। সারা দেশে অতীতে কখনও এই তাপমাত্রা দেখা যায়নি।
তবে বুধবার বিকেলে হালকা বৃষ্টিতে খানিক স্বস্তি মিলেছে দিল্লিবাসীর। জাতীয় রাজধানী অঞ্চলে ঝজ্জর, সোহানা, পলওয়ালেও সামান্য বৃষ্টি পড়েছে। তবে স্বস্তি সাময়িক বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থানে তীব্র গরম থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
দিল্লিতে বিদ্যুতের চাহিদাও রেকর্ড ছুঁয়েছে। ৮,৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হয়েছে বুধবার দুপুরে। বিদ্যুৎ দপ্তর জানিয়েছে অতীতে কোনোদিন এত বেশি বিদ্যুৎ ব্যবহারের নজির নেই।
গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহে বিপজ্জনক অবস্থা দিল্লি সহ উত্তর এবং পূর্ব ভারতের একাধিক এলাকায়। বুধবারই বিহারের বহু স্কুলে তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা।
নয়াদল্লির শহর কেন্দ্র থেকে মুঙ্গেশপুর প্রায় ৫০ কিলোমিটার দূরে। গত কয়েকদিন ধরেই এখানকার তাপমান কেন্দ্রে সর্বোচ্চ তাপমাত্রা দেখা গিয়েছে। আবহাোয়া দপ্তরের পূর্বাভাস ছিল গরম ৪৫ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাবে বুধবার। কিন্তু তার চেয়ে প্রায় ৭ ডিগ্রি চড়েছে পারদ।
নবোদয় বিদ্যালয়ের শিক্ষকরা জানাচ্ছেন, গত বছর গরমের মধ্যেও তাপপ্রবাহ এমন চেহারা নেয়নি।
দিল্লিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করেছে। আরও মারাত্মক হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায়। ৩০ ডিগ্রির নিচে নামছে না তাপমাত্রা।
DELHI HIGHEST TEMPERATURE
দিল্লির মুঙ্গেশপুরে তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি, দেশে সর্বোচ্চ
×
Comments :0