তাপপ্রবাহে নাকাল বিহার। অসুস্থ হয়ে পড়ছে স্কুলের ছাত্রছাত্রীরা। তাপপ্রবাহের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্কুলের ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার খবর মিলছে। তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলা কেন, তা নিয়ে দেখা দিয়েছে ক্ষোভ।
শেখপুরা জেলাতেই অন্তত ১৬ ছাত্রীর অসুস্থ হয়ে পড়ার খবর মিলেছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সও মেলেনি। ই-রিক্সায় পাঠানো হয় কয়েকজনকে। ছাত্রীদের কয়েকজন বাইকে করে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।
রাজ্য প্রশাসনের অব্যবস্থার খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ তীব্র হয়েছে। গ্রামবাসীরা ক্ষোভে শেখপুরা-সসবহনা সড়ক অবরোধ করেন।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মনকৌল মিডল স্কুলের প্রধান শিক্ষক সুরেশ প্রসাদ সলবাদমাধ্যমে বলেছেন, ‘‘ অসুস্থ হয়ে পড়তে দেখে আমরা ছাত্রীদের জলের ছিটে দিয়ে সুস্থ করার চেষ্টা চালাই। নুন চিনি মেশানো জল খাওয়ানো হয়। তারপরই অ্যাম্বুল্যান্স ডাকা হয়। কিন্তু অ্যাম্বুল্যান্স পাওয়া যায়নি।’’
তাপপ্রবাহের কারণেই বিহারে সরকারি স্কুলে ১৫ এপ্রিল থেকে ১৫ মে ছুটি ছিল। গরম কিছুটা কম হওয়ায় ফের স্কুল খোলা হয়। কিন্তু গত কয়েকদিন উত্তর এবং পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম। অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।
বেগুসরাইয়ে মটিহানি মিডল স্কুলে বারোজনের বেশি ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অধ্যক্ষ চন্দ্রকান্ত সিং বলেছেন, ‘‘বিদ্যুৎ চলে গেলেও যাতে ফ্যান ঘুরতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অসহ্য গরমে ফ্যান ঘুরলেও ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে।’’
জামুই জেলার একাধিক স্কুল থেকে ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার খবর আসছে। বিরোধী আরজেডি কড়া সমালোচনা করেছে রাজ্যের বিজেপি-জেডি(ইউ) সরকারের। তেজস্বী যাদবের দল বলেছে, বিহারে বহু জায়গায় ৪৭ ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রা। চিকিৎসকরা বলছেন শিশুদের সুরক্ষা দিতে হবে এই সময়ে। অথচ স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কেউ নেই। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এত দুর্বল কেন?’’
BIHAR HEATWAVE SCHOOL STUDENTS
বিহারে তাপপ্রবাহে জ্ঞান হারাচ্ছে ছাত্রছাত্রীরা
×
Comments :0