KOLKATA DERBY

কাল কলকাতা লিগে ডার্বির শতবর্ষ

খেলা

আগামীকাল যুবভারতীতে কোলকাতা লিগের মেগাডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। খেলা শুরু বিকেলে ৩ টে ১৫ থেকে । 
আবারও একটা ডার্বি । আবারও সেই বাঙালির টেনশনের ও আবেগের ম্যাচ । যদিও ম্যাচটা খেলবে দুই দলের জুনিয়র প্লেয়াররা। তবুও খেলাটা তো ডার্বি। তাই উত্তেজনা রয়েছে তুঙ্গে । আনোয়ারকে নিয়ে মাঠের বাইরে দুই প্রধানের দড়ি টানাটানি অব্যাহত। সেটার প্রভাব কাল গ্যালারীতে সমর্থকদের মধ্যেও দেখা মিলতে পারে । ইতিমধ্যে রেইনবো এফসি ও ভবানীপুরের সাথে ড্র করে বেশ চিন্তায় মোহন ম্যানেজমেন্ট। অন্যদিকে , জর্জ ও টালিগঞ্জকে পর পর দুই ম্যাচে হারিয়ে বেশ চনমনে ইস্টবেঙ্গল। 
কিন্তু ডার্বিতে উলটপুরান দেখেই অভ্যস্থ কলকাতাবাসী।  কিছুদিন আগে আশিককে দেখা যায় অনুশীলন করতে  । কাল বাগানের হয়ে তিনি নামবেন কিনা সেটা বলা মুশকিল। তবে তিনি মাঠে নামলে কিছুটা শক্তি বাড়বে সবুজ মেরুনের ।

একনজরে মোহনবাগানের সম্ভাব্য একাদশ - রাজা ( গোলরক্ষক ) , রাজ , আমান, সায়ন , সৌরভ , এংসন, শিবাজিত, টাইসন, ফারদিন , সালাহ ও সুহেল । একনজরে ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ - আদিত্য ( গোলরক্ষক ) , বুনন্দ, সার্থক , সুনীল , তন্ময় , নসিব, তন্ময় , শ্যামল, আমান , রশাল ও জেসিন।

Comments :0

Login to leave a comment