Motorcycle Accident

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মারিশদায়

জেলা

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুরের মারিশদা ব্লকে। বেপরোয়া লরির পিষে দিল এক যুবককে। মৃতদেহ উদ্ধারে এলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ৷ অভিযোগ ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। 

গ্রামীণরাস্তায় লরি এখন যত্রতত্র ঢুকে পড়ছে। ফলে দুর্ঘটনা বাড়ছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা ব্লকের ভাজা চাউলী অঞ্চলের শুশুনিয়ায় একটি লরি এক বাইক চালক যুবককে পিষে দিয়ে চলে যায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম দিব্যেন্দু কর(৪০)। ভগবানপুর দুই ব্লকের বিজয়নগর গ্রামের বাসিন্দা। এদিন তিনি বাইক চালিয়ে শুশুনিয়ার দিকে আসছিলেন। সুকুনিয়া এলাকায় আচমকাই বেপরোয়া গতিতে আসা একটি লরির পিছন থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেল চালক৷ তাঁকে পিষে দেয় ওই লরিটি৷ ঘটনাস্থলে গ্রামের মানুষ এলে লরি ফেলে পালিয়ে যায় চালক৷ খবর পেয়ে ঘটনাস্থলে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী৷ দেহ উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে গ্রামের মানুষের সঙ্গে দস্তাধস্তিও।

স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে  যানবাহন চলাচল করে। পদক্ষেপ করে না পুলিশ৷ উত্তেজনা বাড়ে। অভিযোগ উত্তেজিত জনতা পরপর দুটি পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরে বিশাল পুলিশ বাহিনী এসে একজনকে গ্রেপ্তার করে। ঘাতক লরিটি আটক করা হয়েছে। গাড়ির চালক পলাতক।

Comments :0

Login to leave a comment