Nadia

মাঝ রাতে বাড়ি থেকে গ্রেপ্তার এসএফআই নেতাকে

জেলা

বিনা নোটিশে রাতে বাড়ি থেকে এসএফআই নেতা রেজা শেখকে গ্রেপ্তার করলো পুলিশ। 
সোমবার রাতে বিনা নোটিশে কালিগঞ্জ থানার পুলিশ বলপূর্বক মীরা আরওপি পুলিশ আউট পোস্টে তুলে নিয়ে যায় এবং সারা রাত ধরে অকথ্য শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়।
পলাশীতে চার বছরের শিশু ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজকে একত্রিত করেছিল এসএফআই নদীয়া জেলা সম্পাদকমন্ডলী সদস্য রেজা শেখকে। এলাকার প্রতিষ্ঠিত শিক্ষাবিদের সন্তান, প্রতিবাদী কন্ঠ রেজা।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন