শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া বিভাগ। কলকাতার আঞ্চলিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এরপর, আগামী বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে হতে পারে হালকা বৃষ্টি। শুক্রবার এবং শনিবার হতে পারে হালকা বৃষ্টি।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। জৈষ্ঠ্যের শেষ সপ্তাহের জন্য শনিবার এমনই পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলী, দুই ২৪ পরগনায় পূর্বাভাস প্রায় এক। তবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে শনিবার থেকে আগামী শনিবার, ১৫ জুন, পর্যন্ত প্রতিদিনই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আলিপুরের আঞ্চলিক আবহাওয়া দপ্তর। শনিবার আগামী সাতদিনের পূর্বাভাস জানিয়েছে এই দপ্তর।
শনিবার এবং রবিবার সকালের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জানানো হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। তবে তার পর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় শুষ্ক আবহাোয়া থাকবে। বাঁকুড়ায় রবিবার থেকে সোমবার সকালের মধ্যে ফের বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। মাঝে একদিন শুষ্ক আবহাওয়ার পর এই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে।
পূর্ব বর্ধমানে শনি এবং রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ জুন রাত সাড়ে আটটা থেকে ১১ জুন সকাল সাড়ে আটটা পর্যন্ত ফের শুকনো আবহাওয়া থাকতে পারে। তারপর থেকে ১৫ জুন পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারাদিন গরমের পর দমকা হাওয়া দিতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।
দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের পাশাপাশি আর্দ্রতাও বেশি থাকবে। ফলে অস্বস্তি থাকবে শনিবার।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিঙ, কালিম্পঙের মতো জেলাগুলিতে ১০ জুন পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার ১২ জুন হলুদ সতর্কতা বা নজরে রাখা হচ্ছে কেবল আলিপুরদুয়ারকে। ওইদিন হতে পারে ভারী বৃষ্টি।
Weather Bengal
হালকা বৃষ্টির সম্ভাবনা, চলবে হাঁসফাঁস করা গরমও
×
Comments :0