উত্তরাখণ্ডে যাত্রী বোঝাই গাড়ি গভীর খাদে পড়ে গিয়ে অন্তত ১২ জনের মৃত্যু হলো। গুরুতর জখম হয়েছেন আরও ৪ জন। শুক্রবার বিকাল সাড়ে তিনটা নাগদ চামোলি জেলায় যোশীমঠের কাছে এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্র জানিয়েছে। পার্বত্য রাস্তায় অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার কারণেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই কারণে রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। একথা জানিয়ে পুলিশ সূত্রটি বলেছে দুর্ঘটনাগ্রস্ত গাড়টি যোশীমঠ থেকে কিমানা গ্রামের দিকে যাচ্ছিল।
উরগাম উপত্যকায় এই দুর্ঘটনার জেরে এনডিআরএফ ও এসডিআরএফ’কে উদ্ধার কাজে নামানো হয়েছে। গভীর রাত পর্যন্ত ১২টি মৃতদেহ উদ্ধার করে নামানো হয়। আহত অবস্থায় ৪জনকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উরগামে নিয়ে যাওয়া হয়েছে। গভীর রাত পর্যন্ত এনডিআরএফ, এসডিআরএফ’র পাশাপাশি স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছেন। উদ্ধারের কাজ পরিচালনা করতে চামোলির জেলাশাসক হিমাংশু খুরানা এবং পুলিশ সুপার প্রমেন্দ্র ডোবাল রয়েছেন।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
Comments :0