JANA AJANA 19 MAY NATUNPATA

নতুনপাতা জানা অজানা ১৯ মে

ছোটদের বিভাগ

JANA AJANA 19 MAY

এক সাহসী যুবক


প্রদীপ কুমার মিত্র

 

 

অনেক দিন আগে কথা। তখন কলকাতায় বৈদ্যুতিক ট্রাম হয়নি। ঘোড়ায় ট্রাম গাড়ি টানত। একদিন এক যুবক তাঁর এক বন্ধুর সঙ্গে ইডেন গার্ডেন বেড়াতে চলেছেন। তাঁরা ট্রামে উঠে দুজনে পাশাপাশি বসেন একটি বেঞ্চিতে। তাঁদের  
ঠিক সামনের বেঞ্চে এক সাহের বসে ছিলেন, দুই বন্ধু নিজেদের মধ্যে গল্প করছিলেন। এমন সময় সেই সাহেব তাঁদের দুজনের মাঝখানে বেঞ্চের ওপর যে সামান্য একটু জায়গা ছিল সেইখানে তাঁর কাদামাখা বুটজতোসহ ডান পাখানি  
উঠিয়ে দিলেন। সাহেরের এরকম অভদ্রতা ও স্পর্ধা দেখে যুবক
টি প্রথমে তাঁকে বেঞ্চের ওপর থেকে পা নামিয়ে নিতে বার দুই অনুরোধ করলেন। সাহের সে অনুরোধ তো রক্ষা করলেনই না উল্টে গালাগালি শুরু করলেন। যুকটি সাহেবের  
এই নির্লজ্জ, ব্যবহার আর বেয়াদপি দেখে আর সহ্য করতে পারলেন না, তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং সাহসের সঙ্গে সজোরে এক লাথি মেরে বেঞ্চের ওপর থেকে পাখানিকে ফেলে দিলেন। সাহেব সম্ভবত এর আগে আর কখনো এরকম  
সাহসের পরিচয় পান নি, কাজেই তিনি আর বাড়াবাড়ি না করে নীরবে ট্রাম থেকে নেমে গেলেন
এই যুবকটি কে জান? ইনি ভাবীকালের শ্রেষ্ঠ কবি ও
নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়।

 

 

Comments :0

Login to leave a comment