Adani Electoral Bond

নির্বাচনী বন্ডে আদানির কত? প্রশ্ন লোকসভায়

জাতীয়

Adani Electoral Bond

‘‘নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি রাজাপক্ষেকে বলেছিলেন যাতে শ্রীলঙ্কা সরকার আদানি গোষ্ঠীকে বায়ু চালিত বিদ্যুৎ প্রকল্পের বরাত দেয়।’’ প্রধানমন্ত্রীর ভাষণের আগের দিন লোকসভায় এই মন্তব্য করলেন কেরালার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। 

বুধবার বাজেট অধিবেশনে লোকসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তার আগের দিন, মঙ্গলবার, লোকসভায় প্রধানমন্ত্রী এবং তাঁর সরকারের বিরুদ্ধে আদানি বিষয় একাধিক অভিযোগ তুললেন রাহুল গান্ধী। 

সংসদে রাহুল বলেন, ‘‘প্রতিরক্ষার সরঞ্জাম তৈরি করার ক্ষেত্রে আদানি গোষ্ঠীর কোন অভিজ্ঞতা ছিল না। ঠিক যেমন ছিল না অনিল আম্বানির সংস্থার। যেই সংস্থাকে যুদ্ধ বিমান তৈরি করার বরাত দেয় মোদী সরকার।’’ 

রাহুল বলেন, ‘‘মোদী সরকার আদানি গোষ্ঠীকে ‘স্নাইপার’ রাইফেল সহ একাধিক অস্ত্র তৈরি করার বরাত দিয়েছে। হ্যাল সহ একাধিক ভারতীয় কোম্পানি এই ধরনের ছোট অস্ত্র তৈরি করে। যা ভারতীয় সেনা ব্যবহার করে। কিন্তু এখন সেই অস্ত্র তৈরি করছে আদানি গোষ্ঠী।’’ 

প্রধানমন্ত্রীর ইজরায়েল সফরের প্রসঙ্গ টেনে রাহুল আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রীর ইজরায়েল সফরের পরেই ভারত-ইজরায়েল অস্ত্র ব্যবসার ৯০ শতাংশ চলে যায় আদানি গোষ্ঠীর হাতে।’’

রাহুল বলেন প্রধানমন্ত্রী যত বার বিদেশে গিয়েছেন এবং চুক্তি সই করেছেন তার বরাত পেয়েছে আদানি গোষ্ঠী। কংগ্রেস সাংসদ বলেন, ‘‘প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে বাংলাদেশ সরকারের সাথে বিদ্যুৎ প্রকল্পের চুক্তি করেন। তারপরেই বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ২৫ বছরের চুক্তি সই করে আদানির সঙ্গে। নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া সফরের পরেই স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া আদানিকে একশো কোটি ডলার ঋণ দেয়।’’

এদিন রাহুল বলেন২০২৩ এর বাজেটের মাধ্যমেও আদানিকে সাহায্য করেছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, ‘‘২০২২ সালে গৌতম আদানি বলেছিলেনগ্রিণ হাউড্রোজেন ইকো সিস্টেমের জন্য তাঁর গোষ্ঠী ৫০ বিলিয়ন ডলার ভারতে ব্যয় করবে। তারপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে ১৯ হাজার ৭০০ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে বলেছিলেনগ্রিণ হাউড্রোজেন ইকো সিস্টেমের জন্য।  যা আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে।’’

মঙ্গলবার সংসদ থেকে রাহুল গান্ধী প্রধামন্ত্রীর উদেশ্যে প্রশ্ন করেন যেগৌতম আদানি কতবার তাঁর সঙ্গে বিদেশে গিয়েছেনকতবার প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আদানি সেই দেশে গিয়েছেনির্বাচনী বন্ডের নামে বিজেপিকে আর্থিক ভাবে সাহায্য করেছেন আদানি?

Comments :0

Login to leave a comment