buses collide on Yamuna Expressway

যমুনা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় জখম ৪০

জাতীয়

ভারতের উত্তর প্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। যমুনা এক্সপ্রেসওয়েতে আগ্রা থেকে নয়ডাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছেন যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন।
স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে রাস্তায় দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

Comments :0

Login to leave a comment