Singvi RS Cash

আদানি কাণ্ড থেকে নজর সরাতে রাজ্যসভায় নগদ প্রচার, বলছে কংগ্রেস

জাতীয়

সাংসদের আসনে নগদে মোটা অঙ্কের টাকা। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর ঘোষণা করেছেন কক্ষে। তিনি বলেছেন, কংগ্রেসের সাংসদ অভিষেক মনু সিঙভির আসনে পাওয়া গিয়েছে মোটা অঙ্কের নগদ। কংগ্রেস পালটা বলল, আদানি কাণ্ড থেকে নজর ঘোরাতে এই ছকে নেমেছে বিজেপি। 
ধনকর বলেছেন, ‘‘বিষয়টি আমার নজরে আনা হয়। আমি তদন্তের নির্দেশ দিয়েছি।’’
সংবাদসংস্থায় কংগ্রেসের নেতারা বলেছেন, অভিষেক সিঙভিকে জিজ্ঞাসাবাদ না করেই সভায় এমন ঘোষণা বাঞ্ছিত নয়। রাজ্যসভায় প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। 
কংগ্রেস নেতা বলছেন, ৫০ হাজার টাকা নগদে কারও কাছে পাওয়া গেলে দেশের আইনে তা অপরাধ নয়। কিন্তু সিঙভির আসনে পাওয়া গিয়েছে জানানোর আগে তাঁকে অন্তত ডেকে জানতে পারতেন রাজ্যসভার চেয়ারম্যান।
সিঙভি বলেছেন, ‘‘রাজ্যসভায় একটি পাঁচশো টাকার নোট ছাড়া আর কিছু সঙ্গে থাকে না। এই টাকার বিষয়ে আমার কিছু জানা নেই।’’

Comments :0

Login to leave a comment