অরিজিৎ মন্ডল
গুগল ম্যাপে অভয়া ক্রসিং সার্চ করলে ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বরকেই দেখাচ্ছে। গুগলে অনেক মানুষ এক সাথে এই নাম পরিবর্তন করার ফলে গুগল ডোরিনা ক্রসিংয়ের নাম পরিবর্তন করতে বাধ্য হলো। এরসাথেই বুধবার ধর্মতলার ডোরিনা ক্রসিং এর নাম বদল করে অভয়া ক্রসিং করার জন্য রাজ্য প্রশাসনকে প্রস্তাব দিলো সিনিয়র চিকিৎসকদের সংগঠন। সিনিয়র চিকিৎসকদের তরফে মুখ্যসচিবকে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে।
আরজি করের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পর এই ধর্মতলার ডোরিনা ক্রসিং আন্দোলনের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে। জুনিয়র চিকিৎসকরা দীর্ঘদিন এখানেই অনশন আন্দোলন চালিয়ে গেছেন। সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডল জামিন পাওয়ায় পর আবার ধর্মতলায় অবস্থান করার জন্য অনুমতি চায় জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস এমন অভয়া মঞ্চ। কিন্তু সেই অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। আদালতের রায়ে ফের অবস্থান করে তাঁরা।
চিকিৎসক আন্দোলনের নেতা ডাঃ মানুষ গুমটা বলেন, "আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছি ডোরিনা ক্রসিং এর নাম বদলে অভয়া ক্রসিং করার জন্য। আমরা কাল মুখ্য সচিবের সাথে দেখা করার জন্য সময় চেয়েছি।"
Comments :0