RBI 2000 Notes

এখনও রয়েছে ৯,৭০০ কোটির দু’হাজারের নোট, বিজ্ঞপ্তি আরবিআই’র

জাতীয়

রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণার পরে পাঁচ মাস পেরিয়ে গেছে। বাজারে চালু ২ হাজার টাকার নোটের একটা অংশ আরবিআই’র কাছে জমা পড়লেও, এখনো ব্যাঙ্কে জমা পড়েনি প্রায় প্রায় ৯ হাজার ৭৬০ কোটি টাকার ২০০০ টাকার নোট। কিছু শর্ত মেনে সেগুলি এখনও ব্যাঙ্কে জমা করা যাবে বলে শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল রিজার্ভ ব্যাঙ্ক।  
চলতি বছরের ৩১ মার্চের হিসাব অনুযায়ী, বাজারে ২ হাজার টাকার নোটের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬২ হাজার কোটি। এর মধ্যে মধ্যে ব্যাঙ্কিং ব্যবস্থায় ফেরত চলে এসেছে ৯৭.২৬ শতাংশ নোট। এদিন রিজার্ভ ব্যাঙ্ক বিবৃতি জারি করে জানিয়েছে, কারো কাছে ২০০০ টাকার নোট থাকলে সেই নোট অবৈধ নয়। নগদে ২০০০’র নোট বদল করাতে আবেদন বা রিকুইজিশন ফরম পূরণ করতে হবে। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে এখনও ওই ২০০০ টাকার নোটগুলি রিজার্ভ ব্যাঙ্কের অফিসে গিয়ে জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। যে পরিমান ২০০০ টাকার নোট জমা দেওয়া হবে সেই পরিমাণ টাকা নিজের অ্যাকাউন্টে চলে যাবে। তবে ওই টাকা অন্য কোনও অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না।
১৯ মে আচমকাই বাজার থেকে ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত জানায় রিজার্ভ ব্যাঙ্ক। সে‍‌ই নির্দেশে বলা হয়েছিল, ২৩ মে থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখের ‌‌মধ্যে ২ হাজার টাকার নোট ব্যাঙ্কে ফেরত দিতে হবে। নির্দেশে বলা হয় সাধারণ মানুষ  নিজের অ্যাকাউন্টে ওই নোট জমা দিতে পারবেন, অথবা তাঁদের কোনও বাণিজ্যিক ব্যাঙ্কে গিয়ে ওই নোট বদল করতে  হবে। ৮ জুন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছিলেন, প্রথম দুই সপ্তাহের মধ্যেই বিভিন্ন ব্যাঙ্কে প্রায় ১ লক্ষ ৮০ হাজার কোটি নোট জমা পড়ে গিয়েছে, যা বাজারে চালু ২ হাজার টাকার নোটের প্রায় অর্ধেক বা ৫০ শতাংশ। এবার রিজার্ভ ব্যাঙ্ক বিজ্ঞপ্তি জারি করে জানাল, ২ হাজার টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার বাজারে থাকা সিংভাগ ২ হাজার টাকার চালু নোটই জমা পড়ে গিয়েছে। তবে এখনও প্রায় ৯ হাজার ৭৬০ কোটি টাকার ২০০০ টাকার নোট বাজারে পড়ে রয়েছে।
প্রসঙ্গত, কালো টাকা, দুর্নীতি, সন্ত্রাসবাদীদের অর্থের জোগান দেওয়ার মতো সমস্যা মোকাবিলা এবং ভারতকে ‘ডিজিটাল অর্থনীতি’ হিসাবে তুলে ধরার নামে ২০১৬ সালের ৮ নভেম্বর রাতে হঠাৎই ৫০০ ও এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পর্বে মোদী সরকারের আরেক সিদ্ধান্তে রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে এসেছিল ২ হাজার নোট। তবে ২০১৮-১৯ সালেই ২ হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল টাঁকশালগুলি। এবার সেই নোট বাজার থেকে প্রায় তুলেই নিলো রিজার্ভ ব্যাঙ্ক।

Comments :0

Login to leave a comment