এসডিপিও অফিসের সামনের রাস্তায় স্ত্রী কে কুপিয়ে খুন করল এক পুলিশ কর্মী। একদিকে কাঁথি এসডিপিও অফিস বিপরীতে কাঁথির দুটি বালিকা বিদ্যালয়, কিছুটা দূরে কাঁথি থানা, মহকুমা অফিস , মহিলা থানা অবস্থিত। সেখানেই প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। শুক্রবার বেলা দেড়টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে। মৃত মহিলার নাম বর্নালী রায় (৩৭)। ঘটনার আকস্মিকতা কাটিয়ে স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যায় কীর্তিমান স্বামী বাপ্পাদিত্য রায়।
খুনি পুলিশ কর্মী বাপ্পা মারিশদা থানায় হোমগার্ড হিসেবে কর্মরত বলেই প্রাথমিক ভাবে জানিয়েছে কাঁথি থানার পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, বর্ণালী এদিন তাঁর মাধ্যমিক টেস্ট পরীক্ষার্থী মেয়েকে সঙ্গে নিয়ে কাঁথি স্কুলে এসেছিলেন। স্কুলের ভেতরে যখন মেয়ের টেস্ট পরীক্ষা চলছিল। সেই সময় বাইরে অন্য অভিভাবকদের সঙ্গে অপেক্ষায় ছিলেন বর্ণালী। অভিযোগ সেই সময় আচমকাই বাপ্পাদিত্য ধারালো ভোজালি নিয়ে স্ত্রীকে কোপাতে শুরু করে।
আচমকা এমন ঘটনায় হতচকিত বর্ণালী প্রাণ বাঁচাতে রক্তাক্ত অবস্থায় দৌড়তে শুরু করেন। তাঁর পেছনে তাড়া করে তাঁকে কোপাতে থাকেন স্বামী। বর্ণালী শেষ মুহূর্তে কাঁথির এসডিপিও অফিসের গেটের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। ধারালো অস্ত্র হাতে উন্মত্ত বাপ্পাদিত্যকে কোনওক্রমে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় বর্ণালীকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
কাঁথি থানার পুলিশ সূত্রে জানা গেছে, এই ধ্বস্তাধ্বস্তির ঘটনায় বাপ্পাদিত্যও সামান্য আহত হয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে আসা হয়েছে। পারিবারিক অশান্তির জন্যই এমন নৃশংস খুন নাকি এর পেছনে আর কোনও কারন লুকিয়ে রেখেছে তা নিয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে শনিবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা।
Comments :0