ABTA JALPAIGURI CULTURAL PROGRAMME

ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবিটিএ’র

জেলা

ABTA JALPAIGURI CULTURAL PROGRAMME এবিটিএ’র উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। ছবি: দীপশুভ্র সান্যাল

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)’র জলপাইগুড়ি সদর মহকুমা শাখার অন্তর্গত দক্ষিণ আঞ্চলিক শাখা, ধূপগুড়ি আঞ্চলিক শাখা, বানারহাট আঞ্চলিক শাখা এবং ভক্তিনগর আঞ্চলিক শাখা এই চারটি আঞ্চলিক শাখায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

সদর থানা দক্ষিণ আঞ্চলিক শাখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি সোনালী বালিকা বিদ্যালয়ে। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শাখার সহ সম্পাদক ও সদর মহকুমা শাখার সম্পাদক কৌশিক গোস্বামী। অভিভাবকদের কাছে সন্তান সন্ততিকে আরো বেশি করে সাংস্কৃতিক পরিমন্ডলীতে নিয়ে আসার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে ৩১টি প্রতিযোগিতায় মোট ১৭০ জন প্রতিযোগী গান, আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আঞ্চলিক শাখাগুলোয় প্রতিটি বিভাগে প্রথম স্থানাধিকারী মহকুমা স্তরে আগামী ৩রা সেপ্টেম্বর অংশ গ্রহণ করবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।

 

Comments :0

Login to leave a comment