ABVP Jadavpur

যাদবপুরে ছাত্রদের ওপর এবার হামলা এবিভিপি’র

কলকাতা

শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারির দাবিতে এসএফআই’র বিক্ষোভ ঝাড়গ্রামে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় সামনে যাদবপুরের ছাত্র-ছাত্রীদের ওপর  আক্রমণ চালালো উগ্র হিন্দুত্ববাদী ছাত্র সংগঠন এভিবিপি। চার নম্বর গেটের সামনে গেটের তোরণের থেকে এসএফআই এবং আরও কয়েকটি ছাত্র সংগঠনের পতাকা ছিঁড়ে দেয়। প্রতিরোধে নামে ছাত্রছাত্রীরা। 
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, এবিভিপি বহিরাগতদের জড়ো করে সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর আক্রমণ চালায়। ছিঁড়ে দেওয়া হয়েছে ফ্ল্যাগ। যাদবপুরে ছাত্রছাত্রীরা চার নম্বর গেটের সামনেই ফের প্রতিরোধে নামেন তাঁরা। অবস্থান বিক্ষোভ করেন। এবিভিপি’র বিরুদ্ধে চলে স্লোগান ও পোস্টার লেখার কাজ।
এবিভিপি’র হয়ে এর আগে যাদবপুরে হুজ্জুতি চালিয়েছিলেন তৎকালীন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। এই বাবুলকেই এখন আবার দলে টেনে নিয়েছে তৃণমূল কংগ্রেস।

Comments :0

Login to leave a comment