Covid-19 situation in India

করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয়

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬০০০। শুক্রবার এই নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। রাজ্য সহ কেন্দ্র শাসিত অঞ্চলগুলির স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের সময় দেশের প্রায় সমস্ত হাসপাতালে দেখা দিয়েছিল অক্সিজেনের আকাল। মুখ থুবরে পড়েছিল স্বাস্থ্য ব্যবস্থা, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সম্পূর্ণ ব্যর্থ ছিল কেন্দ্রের বিজেপি সকার। হাসপাতালে ছিল না বেড, রোগীদের হাসপাতালের যত্রতত্র শুইয়ে চিকিৎসা করার চেষ্টা করে গেছেন চিকিৎসকরা। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লির মতো জায়গায় শ্মশানেও দাহ করার মতো জায়গা ছিল না। এরকম এক ভয়ঙ্কর পরিস্থিতিতে দিন কাটিয়েছে দেশের মানুষ। একদিকে টানা লকডাউনের জের আয় রোজগারের পথ বন্ধ আরেকদিকে অতিমারি ভয়ঙ্ক আকার নিয়েছিল শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের দুরদৃ্ষ্টির অভাবে ও দেশে স্বাস্থ্য ব্যবস্থার অনুন্নতির কারণে। 


সেই পরিস্থিতি যেন আবারও ফিরে না আসে তা নিয়ে বারবারই সরব হয়েছে সিপিআই(এম)। সঙ্গে লকডাউনের মতো পরিস্থিতিও যাতে সৃষ্টি না হয়। সে কারনে সিপিআই(এম) নেতৃত্ব করোনা পরীক্ষার পরিমান বাড়ানোর দাবি তুলেছে। কার্যত এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও করোনা পরীক্ষার ওপরেই জোর দেওয়ার কথা বলেছেন  সেই সঙ্গে জিনোম সিকয়েন্সিংয়ের করা। মাস্ক পড়া ও আপদকালীন পরিষেবার পরিকাঠামো আরও বাড়ানোর নিয়ে আলোচনা হয়েছে। করোনা প্রস্তুতি নিয়ে জেলা শাসকদের সঙ্গে ৮-৯ এপ্রিল রিভিউ মিটিং করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী।

Comments :0

Login to leave a comment