Islamophobia Guterez

বিশ্বে বাড়ছে মুসলিম বিদ্বেষ, উদ্বেগ রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে মুসলিম বিদ্বেষ বাড়তে থাকায় উদ্বেগ জানালেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ঘৃণা ভাষণের প্রবণতায় লাগাম পরানোর আহ্বান জানালেন তিনি। 
১৫ মার্চ, ‘আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষ প্রতিরোধ’ দিবস পালন করে রাষ্ট্রসঙ্ঘ। 
শনিবার গুতরেস বলেছেন, ‘‘বিশ্বজুড়ে মুসলিম বিদ্বেষী ধর্মান্ধ মনোভাব বাড়তে দেখা যাচ্ছে। মানবাধিকার লঙ্ঘন করে বৈষম্যমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপাসনাস্থল এবং ব্যক্তিবর্গের ওপর হিংসাত্মক আক্রমণ নামিয়ে আনা হচ্ছে।’’
উল্লেখ্য, ভারতও এই প্রবণতার বাইরে নয়। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনে দেখা যাচ্ছে হামলা হচ্ছে মসজিদে। বিজেপি  পরিচালিত কেন্দ্র বা বিভিন্ন রাজ্যের সরকার এমন কার্যকলাপ বন্ধ করার বদলে প্রশাসনিক স্তর থেকে মদত দেওয়া হচ্ছে। 
গুতেরেস সব দেশের সরকারের কাছে ‘‘সামাজিক বন্ধন এবং ধর্মপালনের স্বাধীনতা রক্ষার’ আহ্বান জানিয়েছেন।  সেই সঙ্গে অনলাইনে ঘৃণাপ্রচার রোধ করতে সচেষ্ট হওয়ার অনুরোধ জানিয়েছেন। 
রাষ্ট্রসঙ্ঘের সহকারী মহাসচিব মিগুয়েল অ্যাঞ্জেল মোরাতিনোজ বলেছেন, ‘‘মুসলিমরা বিভিন্ন দেশে প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার। আর্থ সামাজিক প্রতিবন্ধকতার মুখেও ফেলা হচ্ছে।’’
রাজনৈতিক বিশ্লেষকদের মত, বিভিন্ন দেশে উগ্র দক্ষিণপন্থী রাজনীতির প্রভাব বাড়ার ফলে দেশের মধ্যেই কোনও অংশকে আলাদা করে তাদের বিরুদ্ধে ঘৃণা প্রচার বাড়ছে। অনেক দেশেই আক্রান্ত হচ্ছেন মুসলিমরা। 

Comments :0

Login to leave a comment