Kejriwal

জেরা পর্ব সরাসরি দেখাতে পারে ইডি: কেজরিওয়াল

জাতীয়

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে তাঁর লুকানোর কিছু নেই। তবে তিনি যুক্তি দেন যে কেন্দ্রীয় সংস্থা বারবার যে সমন জারি করেছে তা অবৈধ। তিনি ফের বলেন, ইডির সমন বেআইনি। 
সোমবার আম আদমি পার্টির আহ্বায়ক ইডির অষ্টম সমনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশ্নের জবাব দেওয়ার প্রস্তাব পাঠিয়েছেন। এর আগে সাতবার সমনে সাড়া দেননি কেজরিওয়াল। ১২ মার্চের পর জিজ্ঞাসাবাদের দিন ঠিক করার অনুরোধও জানিয়েছেন কেন্দ্রের ইডি’কে। সোমবার তাঁর মন্তব্য, ‘‘আমি দাবি করছি না, তবে চাইলে ইডি প্রশ্নোত্তর পর্ব সরাসরি সম্প্রচার করতে পারে।’’
তিনি এদিন বলেন, ‘‘আমার বরাবরই বক্তব্য ইডির সমন অবৈধ। আমি ওদের অনেকবার চিঠি দিয়েছি কিন্তু ওরা কোনও উত্তর দেয়নি। আমি লিখেছি যে আমি কিছু গোপন করছি না এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত এবং আপনারা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। এটা আমার অধিকার... আমার পক্ষ থেকে কোনো দাবি নেই, তবে ওরা চাইলে জেরা পর্ব সরাসরি সম্প্রচার করতে পারে।’’
এদিকে, আম আদমি পার্টির অভিযোগ, লোকসভা ভোটের ঠিক আগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করাই ইডির উদ্দেশ্য। কেন্দ্রের সরকারে আসীন বিজেপি’র ইচ্ছেতেই বারবার সমন পাঠানো হচ্ছে দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায়। এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হওয়ার কথা। দিল্লির যে আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি তা নিয়ে আপত্তি ওঠার পরই বাতিল করেছিল ‘আপ’ সরকার। উল্লেখ্য, ১৬ মার্চ দিল্লির আদালতে হাজিরা দিতে হবে কেজরিওয়ালকে। বারবার সমন এড়ানোর অভিযোগ তুলে এই আদালতে অভিযোগ জানিয়েছিল ইডি।

Comments :0

Login to leave a comment