Asansol shootout

জামুড়িয়ায় গুলিতে নিহত রেশন ডিলার

রাজ্য

Asansol shootout


গুলিতে খুনের ঘটনা ঘটলো শনিবার জামুড়িয়া থানার অন্তর্গত ২ নম্বর জাতীয় সড়কে বোগড়া কালিমন্দিরের কাছে। একটি স্করপিও গাড়ির চালকের আসন থেকে রক্তাক্ত গুলিবিদ্ধ একজনের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম রাজেন্দ্র সাউ (৪০ )। বাড়ি রানিগঞ্জ থানার রানিসায়ের এলাকায়। পেশায় রেশন ডিলার ছিলেন তিনি। আসানসোল পৌর কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড বিজেপি কনভেনারও ছিলেন তিনি। 

পুলিশ রক্তাক্তকে উদ্ধার করে আসনসোল জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মাথার ডান পাশে কানের নিচে গুলির ক্ষত ছিল। গাড়ির বাইরে গুলির খোল পাওয়া গেছে।

 

Comments :0

Login to leave a comment