ঝাড়খণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় এক পরিবারের পাঁচ বছরের শিশু হস ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরো কয়েকজন জখম হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমাবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে কেন্দুয়া বাজারে। আগুন একটি বিল্ডিংয়ের নিচে কসমেটিক দোকান থেকে ছড়িয়ে পড়ে। ওই বিল্ডিংয়ের উপরের তলায় ছড়িয়ে পড়ে যেখানে দোকানের মালিক সুভাষ গুপ্ত পরিবারের সাথে থাকতেন। মৃত্যু হয়েছে দোকানমালিকের মা বোন এবং ৫ বছরের মেয়ের। কসমেটিকসের দোকানের পিছনে আচমকাই আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়ির থাকা তিন জনের মৃত্যু হয়। আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন দুই জন। ঘটনায় জখম হয়েছেন দোকানমালিক সুভাষ গুপ্ত, তাঁর স্ত্রী, ,বাবা এবং ২ বছরের ছেলে। পুলিশের প্রাথমিক অনুমান, আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশু-সহ ৩ জনের।
Jharkhand Fire
শিশু সহ একই পরিবারের ৩ সদস্যের মৃত্যু
×
Comments :0