BIMAN BASU CONVENTION

বামফ্রন্টের গণকনভেনশনে টানা লড়াইয়ের আহ্বান বিমান বসুর

রাজ্য কলকাতা

শুক্রবার মৌলালি যুবকেন্দ্রে বামফ্রন্টের গণকনভেনশনে প্রস্তাব পেশ করছেন বিমান বসু।

রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্দেশখালি তৈরি করেছে তৃণমূল সরকার। আর দেশে মোদীর গ্যারান্টি বলে প্রচার চলছে। রাজ্যে উন্নয়নের বন্যা বইয়ে দেওয়ার প্রচার চলছে। ঠিক উলটো অভিজ্ঞতা আমাদের। 

শুক্রবার মৌলালি যুবকেন্দ্রে বামফ্রন্টের ডাকে গণকনভেনশনের সূচনা করে এ কথা বলেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। প্রস্তাব পেশ করেছেন তিনি।

বসু বলেছেন, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। সমীক্ষা বলছে ৪০ লক্ষের বেশি। ভিনরাজ্যে, বিদেশে পরিযায়ী শ্রমিকরা প্রাণ হারাচ্ছেন। আমরা হাত গুটিয়ে থাকতে পারি না। 

বিভিন্ন গণসংগঠনের দিন ধরে প্রচারে নামার প্রস্তাব দেন বসু। ৪ মার্চ ছাত্র-যুব, ৫ মার্চ শিক্ষক, ৬ মার্চ শ্রমিক, কৃষক, খেতমজুর, কর্মচারী, ৭ মার্চ লেখক-শিল্পী-সাহিত্যিক, ৮ মার্চ মহিলা দিবসে মহিলা সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ প্রচার কর্মসুচি নেওয়ার আহ্বান জানান বসু। ৯ মার্চ রাজ্যজুড়ে প্রচার চালাবে বামফ্রন্ট। 

কনভেনশন চলছে। বক্তব্য রাখবেন বামফ্রন্টের নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment