প্রবীর দাস: বসিরহাট
এক অন্য ব্রিগেডের মুখে এবারের বসিরহাট। উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। মাসাধিককাল ধরে গ্রাম শহরজুড়ে অসংখ্য পথসভা মিছিল কনভেনশন,পাড়া বৈঠক মাইক প্রচার দাবি সংবলিত লিফলেট দেওয়াল লিখন ইত্যাদির পর বৈশাখের মেঘলা রবিবারের সকাল যেন এক অন্য উত্তাপ ছড়িয়ে দিল সুদূর সুন্দরবন অঞ্চলের নোনা মাটির দেশ ছাড়িয়ে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম শহরে।
১০০দিনের কাজের বকেয়া দাও, ১০০দিন নয় বছরে ২০০দিন কাজ দাও, আমফানের ক্ষতিপূরণ দাও, দৈনিক ৬০০টাকা মজুরি দাও, ভঙ্গুর নদীবাঁধ মেরামত করো,বাংলার বাড়ি প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের পাকা ছাদযুক্ত ঘর দাও।এমনই অসংখ্য স্হানীয় দাবির সমর্থনে স্লোগান তুলে বাস, ছোট গাড়ি, ট্রেনে চেপে ব্রিগেডমুখী শ্রমিক কৃষক খেতমজুররা। কৃষক খেতমজুর শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেল, বসিরহাট মহকুমার ১০টি ব্লক থেকে ৮-৯হাজার মানুষ ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যার মধ্যে ৯০-১০০টি ছয়চাকা যুক্ত বাস, দেড় শতাধিক চার চাকার ছোট গাড়ি এবং হাসনাবাদ শিয়ালদহগামী ট্রেনে যাবেন গ্রামীণ শ্রমজীবী, প্রান্তিক কৃষক, খেতমজুর ছাত্র যুব মহিলা সহ সমাজের অন্যান্য অংশের মানুষ।
Comments :0