মালদহ জেলার মানিকচক ও রতুয়া নদী ভাঙনের ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন চাষাবাদের ক্ষতিও হয়েছে ব্যাপক। তেমনি কালিয়াচক-৩ ব্লকের বীরনগর -১ অঞ্চলে ভাঙনে বাসস্থান হারিয়ে প্রায় দুই শত পরিবার আশ্রয় নিয়েছেন লক্ষ্মীপুর নিউ কলোনিতে।
এদিকে মালদহ জেলায় বন্যা ও নদী ভাঙন জনিত সমস্যা নিয়ে ৫ দফা দাবিকে সামনে রেখে ২৫ আগস্ট সেচ দপ্তর অভিযানের ডাক দিয়েছে মালদহ জেলা বামফ্রন্ট। সেই কর্মসূচির সমর্থনে প্রচার চালায় সিপিআই(এম) বৈষ্ণবনগর এরিয়া কমিটি। নেতৃত্ব দেন এরিয়া কমিটির সম্পাদক ফিরোজ সেখ সহ খেতমজুর ইউনিয়নের ব্লক সম্পাদক সুফল চন্দ্র মন্ডল, মৎস্যজীবীর ব্লক সম্পাদক মানিক হালদার সহ অন্যান্যরা।
পরে ফিরোজ সেখ জানান এই এলাকায় বাড়ি বাড়ি ঘুরে দেখা গিয়েছে যে পরিবারের প্রধানরা কেউ বাড়িতে নেই। সবাই পরিযায়ী শ্রমিক, বাইরে রয়েছেন পরিবারকে রেখে। গঙ্গার জলে বাড়ী ডুবে থাকার কারণে বিড়ি শ্রমিক, যাঁদের অধিকাংশই মহিলা ও ঠিকাদারের অধীনে কাজ করেন, তাঁরা সব ডুবে থাকার কারণে বিড়ি জমা দিতে পারছেন না। ফলে আর্থিক সমস্যায় পড়ছেন। খাদ্যের সমস্যার পড়ছেন। সমস্যায় পড়েছেন আর্সেনিক মুক্ত পানীয় জল নিয়ে। জল আনতে প্রায় তিন কিলোমিটার দূরে যেতে হচ্ছে। ফলে সব মিলিয়ে চরম সমস্যায় পড়েছেন। সরকারি সাহায্য কার্যত নেই।
উল্লেখ্য ২৫ আগস্ট সেচ দপ্তর অভিযানে অংশ নেবেন পূর্বতন বামফ্রন্ট সরকারের সেচ মন্ত্রী সুভাষ নস্কর, সিপিআই(এম) নেতা জামির মোল্লা, শতরূপ ঘোষ সহ জেলা বামফ্রন্ট নেতৃবৃন্দ।
Maldah River Erosion
নদী ভাঙনে ঘরে ঘরে পরিযায়ী, মালদহে চলছে প্রচার

×
Comments :0