সাম্রাজ্যবাদ, জমিদারতন্ত্র এবং জাতভিত্তিক শোষণের বিরুদ্ধে লড়াই করেছে কমিউনিস্ট পার্টি সেই গোড়ার দিন থেকে। সেই পার্টি আয়তনে ছিল ছোট। কিন্তু তার মতাদর্শগত দৃঢ়তা সবল। ভিএস অচ্যুতানন্দন সেই সময়ের সংগঠক।
তিনি শ্রমিক শ্রেণির লড়াই গড়েছেন। খেটে খাওয়া মানুষের লড়াই গড়েছেন। আর আজ দক্ষিণপন্থা এই মানুষের অধিকার কেড়ে নিতে মরিয়া। এমনকি ভোটাধিকারও কেড়ে নিতে চায়। তার বিরুদ্ধে গড়তে হবে আজকের লড়াই। বিধানসভা ভোটে নির্বাচনী সংগ্রাম গড়তে হবে সেই লক্ষ্যে।
যেখানে জাত-পাত, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে শ্রমজীবী মানুষ অধিকার রক্ষার লড়াইয়ে সমবেত হয়। আজকে যা বলছে ‘পুশব্যাক’ থেকে এসআইআর, সত্তরের দশকে আরএসএস’র রাজনৈতিক শাখা, সে সময়ে জনসঙ্ঘ, একথাই বলেছে। সেটিই এখন আরএসএস’র রাজনৈতিক শাখা বিজেপি প্রয়োগ করছে।
সেলিম আরও বলেন, ভিএস’র জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের রাজ্যে যাঁরা পার্টি গড়ে তুলেছিলেন তাঁদের স্মরণ করে সংগঠনের সবল কাঠামো গড়ে তুলতে হবে। শ্রেণি আন্দোলন গড়ে তোলার মধ্যে দিয়ে কমরেড ভিএস-কে প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে।
বিমান বসু বলেন, সমাজে যে অত্যাচার শোষণ এবং বিভাজন যেভাবে বাড়ছে তাতে এই সময় বিরামহীন সংগ্রাম দাবি করছে। এই বিরামহীন সংগ্রাম শপথে আমাদের এই স্মরণসভার কাজ শেষ করতে হবে। আন্তর্জাতিক সঙ্গীত গেয়ে স্মরণসভা শেষ হয়।
Comments :0