SHAHJAHAN CBI SALIM

সিবিআই’র হাতে শাহজাহান, বগটুই মনে করালেন সেলিম

রাজ্য

শেষ পর্যন্ত সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে শাহজাহানকে কেন্দ্রের সিবিআই’র হাতে তুলে দিতে বাধ্য হয় রাজ্যের সিআইডি।
এদিন বিকেল চারটেয় সিবিআই’র দল সিআইডি‘র সদর দপ্তর ভবানী ভবনে পৌঁছায়। কিন্তু শাহজাহানকে হাতে পেতে প্রায় ৭টা বেজে যায়। হাইকোর্ট যদিও এদিনই ৪টে ১৫’র মধ্যে সিআইডি’র হাতে এই অভিযুক্তকে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। 
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এ সংক্রান্ত এক প্রশ্নে সিবিআই’র অন্যান্য তদন্তের প্রসঙ্গ টেনেছেন। তিনি বলেছেন, ‘‘বগটুই কাণ্ডেও তো তদন্তের ভার সিবিআই’র হাতে তুলে দিয়েছিল আদালত। কিন্তু তার ফলাফল কী হলো। সিবিআই’র হেপাজতে অন্যতম প্রধান অভিযুক্তের মৃত্যু হয়েছে। জেরায় কী কী পাওয়া গিয়েছে আদালতে কি জমা পড়ল?’’
শাহজাহানকে সিবিআই’র হেপাজতে দিতে যাতে না হয় তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছিল রাজ্য। দায়ের করা মামলা দেখিয়ে বিষয়টিকে বিবেচনাধীন বলেছিল মঙ্গলবার। ফলে ওই দিন হাইকোর্ট প্রথমবার সিবিআই’র তুলে দিতে নির্দেশ দেয়। কিন্তু খালি হাতে ফিরতে হয়েছিল সিবিআই’কে।
এই প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘একজন দুষ্কৃতীকে বাঁচাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ছুটেছে। বারবার এই ঘটনা দেখা গিয়েছে।’’
গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি’র দল যায় রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি করতে। মার খেয়ে ফিরে আসতে হয় ইডি-কে। সেই মামলায় হাইকোর্ট শাহজাহানকে সিবিআই’র হাতে দেওয়ার নির্দেশ দেয়। আদালতে এই আবেদন জানিয়েছিল ইডি। মার খাওয়ার পর টানা ১৯ দিন চুপচাপ বসেছিল কেন্দ্রের এই বিভাগ। সন্দেশখালিতে ব্যাপক গণপ্রতিরোধ রাস্তায় নেমে পড়ে। যার জেরে শাহজাহানের গ্রেপ্তারি ঘোষণা করতে হয় রাজ্য পুলিশকে। 
সেলিম বলেন, ‘‘এখানে নরেন্দ্র মোদী এসে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ভাষণ দেন। তিনি কেন ইডি, সিবিআই’র হাত বেঁধে রেখেছিলেন। মার খাওয়ার ১৯ দিন পর কেন যেতে হয় ইডি’কে।’’
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মী সুজয়কৃষ্ণ ভদ্রের প্রসঙ্গ তোলেন সেলিম। এই সংস্থারই সিইও তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। সেলিম বলেন, ‘‘কন্ঠস্বরের রিপোর্ট এখনও আসছে না কেন? কেন্দ্রীয় সরকারের ল্যাবরেটরি থেকেই তো রিপোর্ট আসার কথা। তদন্ত ওপরে পৌঁছালেই ওপরতলা সব এক হয়ে যায়। সাক্ষী, চোর, বিচারক সব এক জায়গায় দাঁড়িয়ে যায়।’’

সিবিআই শাহজাহানকে ইএসআই হাসপাতাল এবং সেখান থেকে নিজাম প্যালেসে নিয়ে যাচ্ছে।

Comments :0

Login to leave a comment