Hawker Eviction

বিরাটি স্টেশনে হকার উচ্ছেদ নোটিশ, প্রতিবাদে মিছিল, ডেপুটেশন

রাজ্য

Hawker Eviction


শিয়ালদা-বনগাঁ লাইনর বিরাটি স্টেশনে হকার উচ্ছেদে নামল রেল। স্টেশনের উপরে বসে থাকা সমস্ত দোকানদারদের অবিলম্বে উঠে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। সময়সীমা দেওয়া হয়েছে আগামী ২৫ আগস্ট শুক্রবার পর্যন্ত। রেলের নোটিশকে কেন্দ্রে করে উত্তেজনা ছড়িয়েছে স্টেশনে চত্বরে। হকারদের পাশে সিআইটিইউ শ্রমিক সংগঠন।

হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে, তবেই উচ্ছেদ হোক দাবি সংগঠনের। হকার উচ্ছেদের নোটিশের প্রতিবাদ করে বৃহস্পতিবার রাতে বণিক মোড় থেকে নিমতা থানা পর্যন্ত সিআইটিইউ’র ডাকে মিছিল হয়। থানায় রেল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। শুরুতে বণিক মোড়ে এবং শেষে নিমতা থানার সামনে বক্তব্য রাখেন সিআইটিইউ নেত্রী গার্গী চ্যাটার্জি। তিনি থানায় ডেপুটেশনেও অংশ নেন। গণ আন্দোলনের এবং সিআইটিইউ’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments :0

Login to leave a comment