আমেরিকার আদালতে দায়ের হয়েছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মামলা। ভারতে রাজ্য ও কেন্দ্রীয় স্তরে ২ হাজার ২৯ কোটি টাকা ঘুষের অভিযোগ। এবার আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানালো সিপিআই(এম)।
বৃহস্পতিবার সিপিআই(এম) পলিট ব্যুরো বলেছে, কোনওভাবেই আদানি গোষ্ঠীকে আর ধোঁয়াশার আড়ালে লুকাতে পারছে না মোদী সরকার। সিবিআই-কে অভিযোগ দায়ের করে তদন্তর নির্দেশ দিতে হবে। আমেরিকার আদালতে জমা নথির ভিত্তিতে করতে হবে তদন্ত।
পলিট ব্যুরো বলেছে, সরকারি কর্মীদের ঘুষ দুর্নীতি রোধ আইনের আওতায় পড়ে। সিবিআই এই আইনেই মামলা দায়ের করে তদন্ত করে। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে আদানি গোষ্ঠীর সব অবৈধ কারবারের তদন্ত হওয়া জরুরি।
পলিট ব্যুরো বলেছে, এটা লজ্জার যে ভারতে বিপুল মাত্রায় আদানিদের ঘুষের কীর্তি ফাঁস হয়ে যাচ্ছে কেবল ভারতে নয়, আমেরিকায়। মোদী সরকারের সুরক্ষা নিয়েই গৌতম আদানি এবং তাঁর ব্যবসায়িক সাম্রাজ্য অবৈধ এবং অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হিন্ডেনবার্গ রিপোর্টের পরও আদানিদের সব ধরণের তদন্ত এবং জেরার থেকে আড়াল করে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী নিজে।
সংস্থার থেকে বিদ্যুৎ নিতে দেওয়া হয়েছে ঘুষ। আদানিদের মার্কিন ব্যবসায়িক সহযোগী প্রতারণার অভিযোগ জানিয়েছে সেদেশের আদালতে।
পলিট ব্যুরো বলেছে, আদানি এবং ৬ সঙ্গীর বিরুদ্ধে আমেরিকার আদালতে মামলা দায়ের করেছে সেদেশের বিচার বিভাগ। গুরুতর অভিযোগ তোলা হয়েছে। গৌতম আদানি এবং তাঁর ভ্রাতুষ্পুত্র সাগর আদানি ভারতে কেন্দ্রীয় ও রাজ্যস্তরে সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার সঙ্গে যুক্ত। অভিযোগে বলা হয়েছে যে আদানি গোষ্ঠীর সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ নেওয়ার জন্য চুক্তি নিশ্চিত করতে ঘুষের টাকা লেনদেন হয়েছে। আমেরিকার বিনিয়োগকারী সংস্থা অভিযোগ তুলেছে যে আদানি তাদের বিভ্রান্ত করেছে। সেদেশের আদালতে মামলা দায়ের হয়েছ এই অভিযোগ এবং নথির ভিত্তিতে।
পলিট ব্যুরো বলেছে, বিচার বিভাগের দায়ের মামলায় আরও বলা হয়েছে যে সাগর আদানির থেকে নথি এবং প্রমাণ পাওয়া গিয়েছে। ঘুরে নথিতে নির্দিষ্ট অঙ্ক এবং সরকারি আধিকারিকদের উল্লেখ রয়েছে। কোন রাজ্য বা অঞ্চল কত টাকা ঘুষের বিনিময়ে কতটা বিদ্যুৎ সরকারি সংবহন ব্যবস্থার জন্য নিতে রাজি হয়েছে তারও উল্লেখ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রেই প্রতি মেগাওয়াটে ঘুষ কত তার উল্লেখ রয়েছে।
ADANI USA POLIT BUREAU
২০২৯ কোটি ঘুষ, আদানিদের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি পলিট ব্যুরোর
×
Comments :0