পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার রানিসরাই এলাকার পথ দুর্ঘটনায় মৃত চার। পন্যবাহি লরি ও স্করপিও’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্করপিওতে থাকা চারজনের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চেন্নাইগামী ১৬ নম্বর জাতীয় সড়কের পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার রানিসরাই এলাকায়। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কে ট্রাক ও স্করপিও’র মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের। মৃতদের মধ্যে একজনের নাম অতনু গুহ। তাঁর বাড়ি আসানসোলে। বাকি তিন জনের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই স্কস্করপিও গাড়িতে খড়্গপুরের দিক থেকে ওডিশার বালেশ্বর যাচ্ছিলেন চার জন। গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় বেলদার রানিসরাই এলাকায় রাস্তার ডিভাইডার টপকে অন্য লেনে গিয়ে পড়ে। সেই সময়ে টমেটো বোঝাই একটি ট্রাক খড়্গপুরের দিকে যাচ্ছিল। স্করপিও গাড়িটি ট্রাকের সামনে পড়ে যায় ও মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ট্রাকের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। তবে, ট্রাকের চালক ও খালাসি অক্ষত আছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে , স্করপিও গাড়ি থেকে চার আরোহীকে বের করতে যথেষ্ট বেগে পেতে হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সহায়তায় কাটার ও ক্রেনের সাহায্যে গাড়ির চার যাত্রীকে উদ্ধার করা হয়। তাঁদের বেলদা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা চার জনকেই মৃত ঘোষণা করেন। মৃত চারজনই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা বলে জানা গেছে।
Road Accident in Belda
দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে বেলদায় মৃত চার

×
Comments :0