Cheetah

কুনো জাতীয় উদ্যানে চিতা বাঘের মৃত্যু

জাতীয়

কুনো জাতীয় উদ্যানে মৃত্যু আট বছর বয়সী মহিলা চিতা বাঘের। সূত্রের খবর কয়েকদিন আগে শিকারের সময় সে আঘাত পায়। চিতা ফিল্ড প্রোজেক্ট ডিরেক্ট সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘মৃত চিতা বাঘিনী নাম্বা কয়েদিন আগে শিকারের সময় আঘাত পায়। তার ঘারের দুটি হার ভেঙে যায়। চিকিৎসা চলছিল। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’’
তিনি আরও জানিয়েছেন বর্তমানে কুনো জাতীয় উদ্যানে ২৬টি চিতা রয়েছে। যার মধ্যে ১৭টি শিশু। বাকি গুলো প্রাপ্ত বয়স্ক।

Comments :0

Login to leave a comment