Cooperative Election

হুগলির দুই সমবায়ে ৩০ আসনে জয় বাম প্রার্থীদের

জেলা

হুগলি জেলার দুই কৃষি সমবায় নির্বাচনে বাম প্রার্থীদের জয়। রবিবার পান্ডুয়া ব্লকের বৈঁচি জামনা সমবায় ৬২ টি আসনের মধ্যে ২৪ টি আসনের জয়লাভ করেন বাম প্রার্থীরা। তৃণমূল পায় ৩৪ টি আসন।
পাশাপাশি সিজা কামালপুর কৃষি সমবায় নির্বাচনে ৪৫ টি আসনের মধ্যে ৬টি আসনে জয়লাভ করেন বাম প্রার্থীরা। এখানে তৃণমূল ৩৩ ও বিজেপি ৬ টি আসনে জয়লাভ করে। এই দুই সমবায়ী প্রথম জয়ী হলেন বাম সমর্থিত প্রার্থীরা।
হুগলি জেলার সিপিআই(এম) সম্পাদক মন্ডলী সদস্য প্রদীপ সাহা জানান, ‘‘গণতন্ত্রের জয় হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে সরাসরি লড়াই করেছে মানুষ। তারা আমাদের ভোট দিয়েছে। সকাল থেকে বাম কর্মীরা যেভাবে ভোটে কাজ করেছেন এই জয় তারই প্রমাণ দেয়।’’ 

Comments :0

Login to leave a comment