Lightning Strike

উত্তর দিনাজপুরে বজ্রপাতে মৃত ৩

জেলা

উত্তর দিনাজপুর জেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে ইটাহার ও কালিয়াগঞ্জ এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১২টা নাগাদ হঠাৎ আকাশ মেঘলা হয়ে যায়। তারপর শুরু হয় ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত।  বজ্রপাতে মৃত্যু হয় দুই জনের। বোঁচাডাঙ্গা অঞ্চলের সিংতোর গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে আরেকজনের। কালিয়াগঞ্জের বোঁচাডাঙ্গা অঞ্চলের খানপুর গ্রামে বজ্রপাতের ঘটনায় নিহতের নাম রুমা সরকার দেবশর্মা(২৮)। বোঁচাডাঙ্গা অঞ্চলের সিংতোর গ্রামে মৃত্যু হয়েছে ভুপাল দেবশর্মার(৬০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে এদিন বেলা বারোটা নাগাদ কালিয়াগঞ্জে হঠাৎ আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নামে। সেই সঙ্গে বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে থাকে। বৃষ্টির মধ্যে মাঠে কৃষিকাজ করছিলেন ভুপাল দেবশর্মা। তাঁকে সহায়তা করছিলেন তাঁর স্ত্রী রুমা। সেখানে বাজপড়ে প্রাণ হারান দুজনেই। এই ঘটনা খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোঁকের পরিবেশ তৈরি হয়েছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। 
ইটাহার ব্লকেও জিতেন বর্মন (৫২) নামে এক কৃষককের মৃত্যু হয়েছে বজ্রপাতে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বেলা একটা নাগাদ মাঠের কাজে জমিতে ছিলেন তিনি। পাট গাছ কাটার কাজ চলছিলো। সেই সময় বজ্রপাতে মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ইটাহার পঞ্চায়েত অন্তর্গত রামডাঙা গ্রামে এলাকার। ওই গ্রামের বাসিন্দা অতুন বর্মনের পাট কাটার সময় বাজ পড়ে  আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ সরাকারি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তাঁর মৃত্যু হয়েছে। জানা গেছে বজ্রপাতে অতুল বর্মণর্ম এবং নির্মল বর্মণর্ম নামে আরও দুইজন আহত হয়েছেন।

Comments :0

Login to leave a comment