ইস্তফা দিচ্ছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার সংবাদ মাধ্যমে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আগামী মঙ্গলবার তিনি তাঁর ইস্তফাপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করবেন। তিনি বলেছেন,‘‘‘আমি খুব শীঘ্রই ইস্তফা দিতে চলেছি বিচারপতির পদ থেকে। আর আমি সেটা করব মঙ্গলবার। ইস্তফাই আমি দিতে চাই’’। গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক ময়দানে তিনি নামবেন বলে। তিনি বলেছেন, ‘‘কেন তিনি ইস্তফা দিচ্ছেন সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো স্তফাপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করার পরেই’’। মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন বলে জানা গিয়েছে। তারপর তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পরই রাজ্যজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা। তিনি বলেন, গত সাত দিন ব্যক্তিগত কাজে ছুটি নিয়েছিলাম। কিছু কাজ বকেয়া রয়েছে সেগুলি সোমবার কোর্টে গিয়ে সারতে হবে। তার পর মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে আমার ইস্তফা পত্র পাঠিয়ে দেব।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বারে বারে উঠে এসেছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম। যাঁর একের পর এক নির্দেশে বিপাকে পড়েছে শাসকদল। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে সিবিআই’র ভূমিকায় অসন্তোষ প্রকাশও করেছেন তিনি। তাঁর নির্দেশে চাকরি গিয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গের তৃণমূল নেতা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। নির্দেশেই চাকরি গিয়েছে স্কুল নিয়োগ দুর্নীতিতে নাম থাকা বহু চাকরিপ্রাপকের। কলকাতা হাই কোর্টের সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময়কালে শিক্ষক দুর্নীতির বিচার প্রক্রিয়ায় শাসকদল তৃণমূলের নেতা মত্রীরা এখন জেলে। তাঁর বিচার প্রক্রিয়ার উপর ভরসা করেন রাজ্যের মানুষ। বিচারপতির অবসর গ্রহণের পাঁচমাস বাকি ছিল। এদিন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় একের পর এক রায় দিয়ে শাসকদলের বিপাকে ফেলে দেওয়া বিচরাপতির ইস্তফায় জনমানসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Abhijit Gangopadhyay
ইস্তফা দিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
×
Comments :0