CONGRESS ADHIR CHOWDHURY

রাজ্যে ভোট প্রস্তুতি কংগ্রেসের,
১৫ জুন সমাবেশ শহীদ মিনারে

রাজ্য

CONGRESS ADHIR CHOWDHURY বৃহস্পতিবার কলকাতার বিধানসভবনে সাংবাদিক সম্মেলন অধীর চৌধুরীর

কর্নাটকের সরকার ৪০ শতাংশ কমিশনের বলে স্লোগান তুলেছিল কংগ্রেস। দলের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বলছেন, কর্নাটক চল্লিশ শতাংশ হলে পশ্চিমবঙ্গ দুর্নীতির স্বর্গরাজ্য। 

কর্নাটকে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রচারে জোর পেয়েছিল দুর্নীতি এবং বিভাজনের বিরোধিতা। ৪০ শতাংশ কমিশন না দিলে কাজ হয় না, এই অভিযোগ ছিল। ‘চল্লিশ শতাংশ সরকার’ স্লোগান জনপ্রিয় করে প্রচার চালিয়েছিল কংগ্রেস। ফলাফলে নতুন নজির গড়ে সরকার করছে দল।

বৃহস্পতিবার কলকাতায় বিধান ভবনে সাংবাদিক সম্মেলন করে চৌধুরী বুঝিয়েছেন পঞ্চায়েতের প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। পরের বছর লোকসভা ভোট নজরে রেখেই প্রচারের সুর তুলতে চাইছে এ রাজ্যে। সংসদে কংগ্রেসের দলনেতা জানিয়েছেন যে ১৫ জুন কলকাতার শহীদ মিনারে সমাবেশ করবে কংগ্রেস। 

চৌধুরী বলেছেন, ‘‘কর্নাটকের ফল দেখিয়েছে বিজেপি’কে হারাতে পারে কংগ্রেস। সুস্থ, ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্যে চলছে কংগ্রেস। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা তা দেখিয়েছে। কেন্দ্রে বিজেপি সরকার বিভাজন চালাচ্ছে। রাজ্যে চরম দুর্নীতি চালাচ্ছে তৃণমূল সরকার। তার প্রতিবাদে শহীদ মিনা অভিযান করবে প্রদেশ কংগ্রেস।’’ 

‘কেরালা স্টোরি’ সিনেমা নিয়ে তৃণমূল সরকারের অবস্থানের বিরোধিতাও করেন তিনি। এদিনই সুপ্রিম কোর্ট এ রাজ্যে জারি সরকারি নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছে। চৌধুরী বলেছেন, ‘‘মানুষকে সচেতন করা আসল কাজ। প্রেক্ষাগৃহে দেখানো না হলেও ইন্টারনেটের যুগে যে কেউ দেখতে পারেন। নিষেধাজ্ঞায় কাজ হয় না।’’ 

‘কেরালা স্টোরি’ যদিও প্রশ্নের মুখে পড়েছে আগেই। কেরালায় কিভাবে সন্ত্রাসবাদের জালে যুবদের, যুবতীদের জড়িয়ে দেওয়া হচ্ছে তারই সত্য আখ্যান বলে প্রচার করেছিলেন নির্মাতারা। উগ্র হিন্দুত্বাবদী প্রচারের সুরে বলে এই সিনেমার হয়ে কর্নাটকের নির্বাচনী জনসভায় প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও। তাতে কাজ হয়নি। চৌধুরী বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি, সে দিদি করুন বা মোদী করুন, সফল হবে না। মানুষ মেনে নেবেন না।’’ 

Comments :0

Login to leave a comment