লড়াইয়ের রসদ সংগ্রহে মানুষের কাছে পৌঁছাতে ডিজিটাল মাধ্যমে উদ্যোগ নিয়েছে সিপিআই(এম)’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। মঙ্গলবার পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পার্টির রাজ্য কমিটির সংগ্রামী তহবিলে দান করার জন্য পার্টির কর্মী সমর্থক দরদিদের প্রতি আবেদন সহ একটি কিউআর কোড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। যে কোনও এলাকা থেকে যে কেউ মোবাইল ফোনে এই কিউআর কোড স্ক্যান করে পার্টির তহবিলে দান করতে পারবেন।
সেলিম বলেছেন, রাজ্যে দুর্নীতি দুষ্কৃতীরাজের অবসান ঘটাতে মানুষ জাগছে, সংঘবদ্ধ হচ্ছেন। গ্রামে গ্রামে পদযাত্রায় সাড়া দেখা যাচ্ছে, আলপথ দিয়ে মানুষ বেরিয়ে আসছেন সরব হয়ে। মানুষের লড়াই সংগ্রাম গড়ে তুলতে আমাদের সাধ অনেক, কিন্তু আর্থিক সাধ্য তো সীমিত। লড়াই সংগ্রামের জন্য আমাদের পত্রপত্রিকা এবং আধুনিক প্রযুক্তির ডিজিটাল মাধ্যমকে প্রসারিত করতে আরও অনেক অর্থের দরকার। আমাদের তো আর লুটের টাকা নেই, কর্পোরেট ফান্ডও নেই, তাই গরিব মধ্যবিত্ত সাধারণ মানুষ যার যা সাধ্য সেই মতো সাহায্য চাইছি।
সংগঠন, সংগ্রাম ও তার জন্য বার্তা প্রচারের পরিচালনায় সক্ষমতা বৃদ্ধিতে মানুষের দানের প্রয়োজনীয়তা উল্লেখ করে সেলিম বলেছেন, হেঁটে এবং নেটে সবরকমভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাইছি। সবাইকে শামিল করতে চাইছি। অনেকে রাজ্যের বাইরে আছেন কিন্তু মানসিকভাবে আমাদের লড়াইয়ের পাশে আছেন। অনেকে সন্ত্রাস কবলিত এমন এলাকায় আছেন যে প্রকাশ্যে অর্থদান করতে এগিয়ে আসতে পারছেন না। যে কেউ আমাদের এই বিকল্প ডিজিটাল পদ্ধতিতে সংগ্রামের তহবিলে টাকা পাঠাতে পারবেন। কারোর পরিচয় প্রকাশ করা হবে না। কেবল মোবাইল ফোনে যে কোনও ইউপিআই অ্যাপ থেকে তহবিলের কোডটা স্ক্যান করে নিলেই টাকা পাঠানো যাবে। পার্টির ওয়েবসাইট এবং ডিজিটাল মাধ্যমে এই কোড দেওয়া আছে।
Digital
ডিজিটাল মাধ্যমে লড়াইয়ের রসদ সংগ্রহে সিপিআই(এম)
×
Comments :0