Death of a Student

তৃণমূলের মজুত বোমায় ছাত্রীর মৃত্যু

রাজ্য

Death of a Student

ঘটনাস্থল এবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁ। মজুত করে রাখা বোমা ফেটে মৃত্যু হলো চতুর্থ শ্রেণীর ছাত্রী একরত্তি সোহানা খাতুনের(১০)।গুরুতর আহত দুই। বুধবার সন্ধ্যার ঘটনায় মূহুর্তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মিনাখাঁ থানার পুলিশ। অভিযোগ উঠছে রাজ্যের শাসকদল আশ্রিত কুখ্যাত আবুল হোসেন গাইনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার বকচোরা গাইনপাড়ার বাসিন্দা কুখ্যাত দুষ্কৃতী আবুল হোসেন গাইন। স্থানীয় বিধায়ক ঊষারাণী মণ্ডল ও ব্লক সভাপতি আয়ুব গাজি এবং তৃণমূল নেতা আইজুল গাজির ঘনিষ্ঠ ছায়াসঙ্গী সে।

অভিযোগ সামনে পঞ্চায়েত নির্বাচন।সেকারণেই বাড়িতে বোমা মজুত করে রেখেছিল আবুল হোসেন। ঘড়িতে সময় তখন আনুমানিক পৌনে ছ'টা।বিকট শব্দে কেপে ওঠে গোটা এলাকা।স্হানীয়রা খোঁজ নিয়ে জানতে পারে আবুল হোসেনের বাড়িতে মজুত করে রাখা বোমা ফেটে তারই বোন জোহরা বিবির মেয়ে সোহানা মারা গিয়েছে।সোহানার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার আঠারবাকি গ্রামে।সে মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার পর আবুল হোসেন গাইন পালিয়ে যায়।গোটা ঘটনা ধামাচাপা দিতে শুরু হয় তৃণমূলী তৎপরতা।প্রচার করা হচ্ছে আবুল হোসেনের বাড়ি লক্ষ্য করে কে বা কারা বোমা ছুঁড়েছে। আবার কেউ কেউ একথাও বলতে শুরু করেছে গ্যাস সিলিন্ডার ফেটে এই মৃত্যু এবং আহত হওয়ার।ঘটনা ঘটেছে।
 

Comments :0

Login to leave a comment