Dengue

হুগলিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ হাজার

জেলা

Dengue স্থানীয়রাই পরিস্কার করছেন ড্রেন, ছবি অভীক ঘোষ

সারে ছয় হাজার ছুঁলো হুগলিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পরিকাঠামো খতিয়ে দেখতে জেলা হাসপাতালে সিএমওএইচ।
হুগলি জেলায় ডেঙ্গু রোগির সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার সারে ছয় হাজারে পৌঁছে গেছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে প্রতিদিন গড়ে সত্তর থেকে আশি জন করে পজিটিভ হচ্ছেন। তবে পজিটিভিটি রেট কমছে। জেলার পাঁচটি বড় হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের পরীক্ষা এবং চিকিৎসা চলছে। এদিন হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া জেলা স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে চুঁচুড়ায় ইমামবাড়া জেলা হাসপাতালে জরুরি পরিদর্শনে যান। সেখানে হাসপাতাল সুপারের সঙ্গে বৈঠক করেন। সিএমওএইচ বলেন, ‘হুগলি জেলা হাসপাতালে জরুরি বিভাগে কোনো জ্বরের রোগী এলে তৎক্ষণাৎ তার ডেঙ্গু এবং ম্যালেরিয়া পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে ভর্তি করে নেওয়া হচ্ছে। এই মুহুর্তে ১৬ জন ভর্তি আছেন জ্বর নিয়ে। একজন রোগী সঙ্কটজন অবস্থায় সিসিইউতে ছিলেন তিনি চিকিৎসায় ভালো হয়ে উঠছেন। হাসপাতালে ফিভার ক্লিনিক খোলা হয়েছে। ডেঙ্গু চিকিৎসায় পৃথক ওয়ার্ড খোলা হয়েছে। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ত্রিশ জন এক সঙ্গে ভর্তি থাকতে পারবেন। জেলায় ডেঙ্গু হটস্পট চিহ্নিত এলাকা দু একটি কমেছে আবার নতুন করে দু একটি বেড়েছে। যে জায়গায় ডেঙ্গুর প্রকোপ বেশি সেখানে বাড়তি নজর দিতে বলা হয়েছে। জ্বর হচ্ছে কিনা সেটা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ চালাতে বলা হয়েছে স্বাস্থ্য কর্মীদের’।
হুগলি জেলাজুড়ে ডেঙ্গু পরিস্থিতি এতোটাই অবনতি হচ্ছে যে শহর কি গ্রাম অতঙ্কে রয়েছেয় নাগরিকরা। পৌরসভার পক্ষ থেকে সাফাই ঠিক ভাবে হচ্ছে না এমন টাই অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি পঞ্চায়েতের নিচু এলাকা গুলোতে নিকাশি ব্যবস্থার ঠিক না থাকার জন্য জল জমে রয়েছে দীর্ঘদিন। ডেঙ্গু রোধে প্রশাসন ব্যার্থ এমনটাই বলছেন বাসিন্দাররা।
 

Comments :0

Login to leave a comment