DOCTORS LETTER CM

কেন স্বাস্থ্যসচিবের অপসারণ জরুরি, মুখ্যমন্ত্রীকে চিঠিতে জানালেন চিকিৎসকরা

রাজ্য

চিকিৎসকদের যৌথ মঞ্চের ডাকে দ্রোহের কার্নিভালের দিন।

অভয়ার নারকীয় হত্যাকাণ্ড পরিকল্পিত ও সংগঠিত প্রাতিষ্ঠানিক খুন। স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক স্বাস্থ্য সচিব। বহুদিনের ভয়াবহ দুর্নীতির চক্র, স্বজনপোষণ, হুমকি সংস্কৃতি এবং ক্ষমতার নগ্ন কেন্দ্রীভবনের ভয়াবহ পরিণতি। বিভিন্ন চিকিৎসক সংগঠন প্রতিটি বিষয় যথাসময়ে স্বাস্থ্য সচিবের গোচরে এনেছিল। কিন্তু তিনি নীরব থেকেছেন দুর্বোধ্য কারণে। অভিপ্রেত প্রশাসনিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।
স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি কেন, তার ব্যাখ্যা দিয়ে রবিবার মুখ্যমন্ত্রীকে এই চিঠি দিল চিকিৎসক সংগঠনসমূহের যৌথ মঞ্চ ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস’। 
চিঠিতে মুখ্যমন্ত্রীকে যৌথ মঞ্চ বলেছে, ‘‘জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকরা বারবার বর্তমান স্বাস্থ্য সচিবের অপরসারণ দাবি করলেও আপনি অনমনীয়। গতকাল (শনিবার) আপনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে ফোন আলাপে আবারো জানিয়েছেন স্বাস্থ্য সচিবের অপসারণ ছাড়া অধিকাংশ দাবি মেনে নিতে রাজি আছেন। সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলির যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের  পক্ষ থেকে আমরা আবারো আপনাকে জানাচ্ছি যে কেন আমরা স্বাস্থ্য সচিবের  অপসারণ চাই।’’ 
যৌথ মঞ্চ একাধিক ডিজিটাল নথি পিডিএফ-এ যুক্ত করেছেন চিঠিতে। এইচএফএনও মেশিন কেনা সংক্রান্ত অভিযোগ, এমবি যন্ত্র এবং সিস্টেম এর বিবৃতি, আর জি কর ক্যাম্পাসে কাফেটরিয়া পরিচালনা সংক্রান্ত অভিযোগ, আর জি করে দুর্নীতি নিয়ে রাজ্যপালের কাছে জয়েন্ট প্ল্যাঠফর্ম অব ডক্টরসের অভিযোগ, তথ্যের অধিকার আইনে প্রাপ্ত প্রশ্নে জবাবের মতো নথি সংযুক্ত করা হয়েছে চিঠিতে।
যৌথ মঞ্চ বলেছে, ‘‘মানুষের বোধে ও বিবেচনায় এবং পারিপার্শ্বিক সংবাদ মাধ্যম, অডিও ভিসুয়াল অজস্র ক্লিপিংস ও অসংখ্য ঘটনা পরম্পরায় এটা স্পষ্ট অভয়ার নারকীয় হত্যাকাণ্ড পরিকল্পিত ও সাংগঠনিক প্রাতিষ্ঠানিক খুন।’’ বলা হয়েছে, ‘‘যদি স্বাস্থ্যসচিব ও তাঁর দপ্তর যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে হয়ত স্বাস্থ্য প্রতিষ্ঠান/ মেডিক্যাল কাউন্সিল/ হেলথ ইউনিভার্সিটি/ রিক্রুটমেনট্ বোর্ডের এই পচাগলা অবস্থা তৈরি হতো না, অভয়ার হত্যাকাণ্ড হয়ত আটকানো সম্ভব হতো।’’
জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের পক্ষে চিঠিতে সই করেছেন যুগ্ম আহ্বায়ক ডা. হীরালাল কোনার ও ডা. পুণ্যব্রত গুণ।

Comments :0

Login to leave a comment