Dumka lightning deaths

দুমকার ফুটবল মাঠে বাজ পড়ে মৃত ২

জাতীয়

ফুটবল মাঠ ভরে ছিল দর্শকে। তুমুল বৃষ্টির মধ্যেই চলছিল খেলা। শুরু হলো প্রবল বজ্রপাত। মাঠ ছেড়ে অনেক বাড়ির দিকে রওনা হলেন। কয়েকজন পাশের তাবু ঘেরা জায়গায় মাথা গুঁজেছিলেন। বাজ পড়ে তাঁদেরই দু’জন মারা গিয়েছেন। আহত হয়েছেম আরও তিন দর্শক।

দুমকার হাঁসডিহা এলাকা শনিবারের মর্মান্তিক এই ঘটনায় শোকে স্তব্ধ। স্থানীয়রা অনেকে বলেছেন, এত পরপর বাজ পড়ার ঘটনা খুব বেশি মনে পড়ছে না কারও। 

আহত তিন দর্শকের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তবে অন্য দু’জনের অবস্থা গুরুতর। নিহত দুই দর্শকের মধ্যে শিবলাল সোরেনের বয়স ৩২, শান্তিলাল হেমব্রমের বয়স ২০। 

হাঁসডিহা থানার ওসি জিতেন্দ্র সাহু জানিয়েছেন আহতদের সরাইয়াহাট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। পরে তাঁদের হাসপাতালে নিতে হয়েছে।  

Comments :0

Login to leave a comment