তামিলনাডুতে তল্লাশি হতে পারে ইডি'র একাধিক দপ্তরে। শনিবার মাদুরাইয়ে ইডি'র দপ্তরে হয়েছে তল্লাশি। ঘুষ নেওয়ার অভিযোগে ইডি'র এক আধিকারিককে গ্রেপ্তার করার পর তদন্তের আওতা বাড়ানো হবে। এই সম্ভাবনা জানালো রাজ্যের দুর্নীতি রোধ বিভাগ।
শুক্রবার থেকে শুরু হয়েছে টানাপোড়েন। মাদুরাই-ডিন্ডিগুল হাইওয়েতে ইডি'র গাড়ি ধাওয়া করে রাজ্যের দুর্নীতি দমন বিভাগ। ৮ কিলোমিটার ধাওয়া করে ধরে ওই আধিকারিক অঙ্কিত তিওয়ারিকে।
রাজ্যের ডিরেক্টরেট অব ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশনের অভিযোগ, এক চিকিৎসকের থেকে মোট ৩ কোটি টাকা চান অঙ্কিত। ৫১ লক্ষে রফা হয়। ২০ লক্ষ প্রথম কিস্তিতে নিয়েছেন। পরের কিস্তির টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা হয় মাদুরাই সাব জোনাল দপ্তরের এই আধিকারিককে।
Comments :0