Arun Goel

নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা অরুণ গোয়েলের

জাতীয়

 


লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক আগেই পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল।

তিনি তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে ছিলেন। ইস্তফাপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রহণ করেছেন। শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রহণ করেছেন এই ইস্তফা পত্র। যদিও এই পদত্যাগের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

২০২২ সালের ২১ নভেম্বর দেশের নির্বাচন কমিশনারের পদে দায়িত্বভার গ্রহণ করেছিলেন অরুণ গোয়েল। ১৯৮৫ ব্যাচের অরুণ গোয়েল এর আগে কেন্দ্রীয় মন্ত্রকের সচিব পদে আসীন ছিলেন। কেন্দ্রীয় ভারী শিল্প বিষয়ক মন্ত্রকের সচিব ছিলেন তিনি। লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্বেই জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের এই পদত্যাগে জল্পনা তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনারের আগে থেকেই একটি পদ শূন্য ছিল। অরুণ গোয়েলের ইস্তফার পর এখন শুধু মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আছেন। পুরো নির্বাচনী তত্ত্বাবধানের দায়িত্ব এখন তাঁর ওপরেই।

Comments :0

Login to leave a comment