Mumbai Fire

মুম্বাইয়ের হোটেল আগুন, মৃত ৩

জাতীয়

Mumbai Fire


মুম্বাইয়ের হোটেলে আগুন লেগে মৃত্যু হয়েছে তিন জনের। ঘটনায় জখম হয়েছেন পাঁচ জন। বরিবার বেলা ১টা ১৭ মিনিট নাগাদ বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) অফিসের কাছে সান্টাক্রুজ এলাকায় মুম্বাইয়ের গ্যালাক্সি হোটেলে আচমকাই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করেন। আগুনের গ্রাসে তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন পাঁচজন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক খবর পুলিশ সূত্রে।

 

Comments :0

Login to leave a comment