violent Pakistan elections

পাকিস্তানের সাধারণ নির্বাচনে হিংসায় নিহত ৫

আন্তর্জাতিক

পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলায় ভোটগ্রহণ চলাকালে সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত।
খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার কুলাচিতে জঙ্গিরা পুলিশের মোবাইল ভ্যানে প্রথমে আইইডি দিয়ে হামলা চালালে পাঁচ পুলিশ সদস্য নিহত ও ২ জন আহত হন।
অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান জঙ্গি হামলা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভোটগ্রহণ শুরু হওয়ায় নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তা জোরদার করতে মোবাইল ফোন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তার সমর্থকদের ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষা করার আহ্বান জানানোর একদিন পর সরকার এই সিদ্ধান্ত নিল।
পাকিস্তানের সংসদীয় গণতন্ত্রে জাতীয় পরিষদ ও প্রাদেশিক আইনসভার আসনের জন্য ভোট দেওয়া প্রয়োজন। ২৪ কোটি ১০ লাখ জনসংখ্যার মধ্যে ১২ কোটি ৮০ লাখ পাকিস্তানি ভোট দিতে পারবেন। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটকেন্দ্র খোলা থাকবে, তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে সময় বাড়ানো যেতে পারে।

Comments :0

Login to leave a comment