Co-Operative Election

গাইঘাটার সমবায় জয়ী বাম-প্রগতিশীল প্রার্থীরা

জেলা

নির্বাচনে আবার জয়ী হলো গাইঘাটার একটি কৃষি সমবায়।মঙ্গলবার গাইঘাটার শিমুলিয়া পাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬টি আসনে নির্বাচিত হয়েছেন বামপন্থী প্রগতিশীল প্রার্থীরা।  রবিবার গাইঘাটার ডুমা লার্জসাইজ কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বামপন্থী প্রগতিশীল প্রার্থীরা। সমিতির ৪০ টি আসনেই জয়ী হয়েছিলেন বামপন্থী প্রগতিশীলরা। তবে গাইঘাটার শিমুলিয়া পাড়া কৃষি উন্নয়ন সমিতি  প্রায় এক বছর সরকারী আধিকারীকদের পরিচালনার পর তৃনমূলীরা তাদের নিজেদের মনোনীত ব্যক্তিদের নিয়ে সমবায় পরিচালনার জন্য ডিস্ট্রিক কো-অপারেটিভ সোসাইটির কাছে আবেদন করেন। এই ঘটনা জানার পর সমবায়ের বামপন্থীরা হাইকোর্টের দারস্থ হন। এরপর কলকাতার উচ্চ আদালতের রায়ে এদিন নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অরিন্দম রায়, অনল সরকার, সুশান্ত কুমার বিশ্বাস, রীনা লষ্কর, কনিকা বিশ্বাস ও সুবীর মজুমদার।

Comments :0

Login to leave a comment